পন্ডিত মতিলাল নেহরু
জন্মঃ ৬মে, ১৮৬১- ৬ ফেব্রুয়ারী ১৯৩১
তিনি ছিলেন একজন ভারতীয় আইনজীবি ও স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সারির একজন নেতা ছিলেন। ১৯১৯-২০, ১৯২৮-২৯ তিনি কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
লক্ষ্মী রতন শুক্লা
জন্ম: ৬ মে ১৯৮১
তিনি হলেন একজন ভারতীয় ক্রিকেটার ও রাজনীতিবিদ। তিনি ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার।
বেঙ্গল ক্রিকেট দলের হয়ে তিনি খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ টি২০ ক্রিকেটে সানরাইজ হায়দ্রাবাদ, দিল্লি ডেয়ারডেভিল দলের হয়ে খেলেছেন। এছাড়াও কলকাতার হয়েও খেলেছেন তিনি।
তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক। ২০১৬ সালে তিনি হাওড়া উত্তর থেকে তিনি বিজয়ী হন। এবং তিনি বর্তমানে এ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
গগন নরং
জন্মঃ ৬মে, ১৯৮৩
তিনি একজন ভারতীয় শ্যুটার। ভারতীয় হিসাবে তিনি প্রথম লন্ডন অলিম্পিকে যিনি যোগ্যতা অর্জন করেছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
বিন্দু দারা সিং
জন্মঃ ৬ মে, ১৯৬৪
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। বিগ বস ৩- বিজয়ী হয়েছিলেন তিনি। ১৯৯৪ সালে করণ ছবির মধ্য দিয়ে তিনি প্রথম অভিনয় জগতে পা রাখেন। তারপর ম্যায়নে পিয়ার কিউ কিয়া, গর্ব, পার্টনার, মারুতি, হাউসফুল, জোকার, টিম, হিম্মতওয়ালা, ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
শাহানা গোস্বামী
জন্মঃ ৬ মে ১৯৮৬
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। রক অন, হানিমুন ট্রাভেল প্রাইভেট লিমিটেড, জশন, মির্চ, গেম, রা-ওয়ান, রক অন ২, হিরোইন, ইন দ্য স্যাডো ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment