আজকের দিন

Spread the love

রবীন্দ্রনাথ ঠাকুর

জন্মঃ ২৫ বৈশাখ, ১২৬৮ – ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ
তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।

তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি  অভিধায় ভূষিত করা হয়। তাঁর ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প  ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে।

তাঁর যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি  কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

গোপাল কৃষ্ণ গোখলে

জন্মঃ ৯মে ১৮৬৬-১৯ ফেব্রুয়ারী ১৯১৫
তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত এক নেতা এক স্বনামধন্য রাজনৈতিক নেতৃত্ব। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্ৰেসের একজন প্ৰবীণ নেতা। সারভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্ৰতিষ্ঠাতা ছিলেন তিনি। গান্ধীজির দৃষ্টিতে তিনি ছিলেন একজন আদৰ্শবান রাজনীতিবিদ। রাজনৈতিক ক্ষেত্ৰে গোখলের নিষ্ঠা, সততা, সাহসের জন্য গান্ধীজি তাঁর প্ৰশংসা করেছিলেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*