আজকের দিন

Spread the love

সাদত হাসান মান্টো

জন্মঃ ১১মে, ১৯১২- ১৮ জানুয়ারি,১৯৫৫
তিনি পাঞ্জাবের লুধিয়ানার পাপরউদি গ্রামের ব্যারিস্টার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।

বিদেশী সাহিত্য উর্দু ভাষায় অনুবাদ করতে গিয়ে মান্টো অন্য জগতের সন্ধান পান। কিংবদন্তি লেখক ভিক্টর হুগো, অস্কার ওয়াইল্ড, রাশিয়ান লেখক আন্তন চেখভ, মাক্সিম গোর্কি প্রমুখের সাহিত্য কীর্তির সাথে পরিচিত হন নিবিড়ভাবে। ক্রমশ তিনি হয়ে ওঠেন উর্দু সাহিত্যের একজন জনপ্রিয় ছোটগল্পকার। তাঁর বিখ্যাত গল্পের মধ্যে আছে বু, টোবা টেক সিং, তামাশা, ঠাণ্ডা গোস্ত, কালি সালোয়ার, খালি বোতল, ধুঁয়া ইত্যাদি।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

মৃণালিনী সরবাই

জন্মঃ ১১ মে, ১৯১৮- ২১ জানুয়ারি ২০১৬
তিনি একজন বিখ্যাত ধ্রুপদী নৃত্যশিল্পী। তিনি দর্পন অ্যাকাডেমি অফ পার্ফমইং আর্টস-র প্রতিষ্ঠাতা। তিনি ১৮০০০ এর ও বেশি ছাত্রছাত্রীকে ভারতনাট্যম ও কথাকলি নৃত্যে পারদর্শী করে তুলেছেন। তিনি প্রচুর পুরষ্কার ও সম্মানে সম্মানিত হয়েছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

করণ টকর

জন্ম: ১১ মে, ১৯৮৬
তিনি একজন বলিউড অভিনেতা ও মডেল। স্টার প্লাসে এক হাজার ও মে মেরে বেহনা সিরিয়ালে তিনি এক জনপ্রিয় চরিত্র। এবং তার মধ্য দিয়ে দর্শক মহলে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ২০১৪ সালে ঝলক দিখ লা জা শোতে তিনি অংশগ্রহণ করেছিলেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

পূজা বেদি

জন্মঃ ১১ মে, ১৯৭০
তিনি একজন বলিউড অভিনেত্রী ও টেলিভিশন সঞ্চালক। তিনি অভিনেতা কবীর বেদির কন্যা। বগ বিস (৫) তিনি অংশগ্রহণ করেছিলেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

জ্যাকব যোশেফ মার্টিন

জন্মঃ ১১ মে, ১৯৭২
তিনি একজন ভারতীয় ক্রিকেটার। তিনি গুজরাটের বড়োদায় জন্মগ্রহণ করেন। তিনও ঘরোয়া ক্রিকেটে বড়োদা ক্রিকেট টিমের হয়ে অধিনায়কত্ব করেন। তিনি দেশের হয়ে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান ও বোলার।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*