উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
জন্মঃ ১২ই মে, ১৮৬৩ – ২০শে ডিসেম্বর, ১৯১৫
তিনি বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক। তিনি ছিলেন একাধারে লেখক চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ,বেহালাবাদক ও সুরকার। সন্দেশ পত্রিকা তিনিই শুরু করেন যা পরে তাঁর পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন। গুপি-গাইন-বাঘা-বাইন, টুনটুনির বই ইত্যাদি তাঁরই অমর সৃষ্টি।
যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে তাঁর প্রথম বই “ছেলেদের রামায়ণ” প্রকাশিত হয়। এই বইটি সমাজে অতি আদরের সঙ্গে সমাদৃত হলেও মুদ্রণ সম্বন্ধে অতৃপ্ত উপেন্দ্রকিশোর ১৮৮৫ সালে বিদেশ থেকে তখনকার দিনের আধুনিকতম মুদ্রণযন্ত্রাংশাদি নিজের খরচায় আমদানি করেন, এবং ৭ নম্বর শিবনারায়ণ দাস লেনে নতুন ভাড়াবাড়ি নিয়ে ইউ রায় অ্যান্ড সন্স নামে নতুন ছাপাখানা খোলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
কে, জি, বালাকৃষ্ণান
জন্মঃ ১২ মে, ১৯৪৫
তিনি ন্যাশানাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ার পার্সন তিনি। তিনি ভারতবর্ষের প্রাক্তন চিফ জাস্টিস ছিলেন।
১৪ জানুয়ারি ২০০৭- ১২ মে ২০১০ পর্যন্ত তিনি চিফ জাস্টিস হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ৭ জুন ২০১০- ১১মে ২০১৫ পর্যন্ত তিনি ন্যাশানাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন
Be the first to comment