মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
জন্মঃ ১৫ মে ,১৮১৭ – ১৯ জানুয়ারি, ১৯০৫
তিনি ছিলেন একজন ব্রাহ্মধর্ম প্রচারক ও দার্শনিক। ১৮১৭ সালের ১৫ মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং মাতা দিগম্বরী দেবী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কনিষ্ঠ পুত্র।
তিনি পূজা-পার্বণাদি বন্ধ করে ‘মাঘ উৎসব’, ‘নববর্ষ’, ‘দীক্ষা দিন’ ইত্যাদি উৎসব প্রবর্তন করেন। ১৮৬৭ সালে তিনি বীরভূমের ভুবনডাঙ্গা নামে একটি বিশাল ভূখণ্ড ক্রয় করে আশ্রম স্থাপন করেন। এই আশ্রমই আজকের বিখ্যাত শান্তিনিকেতন । এছাড়াও তিনি হিন্দু চ্যারিট্যাবল ইনস্টিটিউশনের বেথুন সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
মাধুরী দীক্ষিত
জন্ম: ১৫ মে, ১৯৬৭
তিনি ভারতীয় চলচ্চিত্র জগৎ তথা বলিউডের প্রথিতযশা অভিনেত্রী। তিনি মূলতঃ মাধুরী নামেই অধিক পরিচিত। ১৫ মে ১৯৬৭ সালে জন্মগ্রহণকারী মাধুরী শঙ্কর দীক্ষিত একজন সুপ্রসিদ্ধ ও জনপ্রিয় বলিউড অভিনেত্রী। অনেক সময় তাঁকে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে গণ্য করা হয়।১৯৮৪ সালে অবোধ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটান এবং ১৯৮৮ সালে তেজাব ছবির মাধ্যমে দর্শক মহলের সর্বত্র বিপুল সাড়া ফেলেন। অভিনয়ের পাশাপাশি তাঁর সহজাত সৌন্দর্যচর্চা এবং নৃত্যকলায় সমান দক্ষতা প্রদর্শন করেন। তিনি বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment