মানিক বন্দ্যোপাধ্যায়
জন্মঃ ১৯ মে, ১৯০৮ – ডিসেম্বর ৩, ১৯৫৬
তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তার প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মূহুর্তে বাংলা কথা-সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্যজগতে নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয়।
জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেন চল্লিশটি উপন্যাস ও তিনশত ছোটোগল্প। তাঁর রচিত পুতুলনাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসীমামী, প্রাগৈতিহাসিক, ছোটবকুলপুরের যাত্রী ইত্যাদি গল্পসংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধঞ্জলি।
রাস্কিন বন্ড
জন্মঃ ১৯ মে ১৯৩৪
তিনি হলেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। তিনি তার পরিবার নিয়ে ভারতের মুসৌরিতে থাকেন। Our Trees Still Grow in Dehra লেখার জন্য ১৯৯২ সালে তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরষ্কার পান। তিনি ১৯৯৯ সালে পদ্মশ্রী এবং ২০১৪ সালে পদ্মভূষণ পুরষ্কারে ভূষিত হন।
দ্য ইন্ডিয়ান কাউন্সিল ফর চাইল্ড এডুকেশন তাঁকে ভারতে শিশুদের সাহিত্যের বৃদ্ধি করার অগ্রণী ভূমিকাকে স্বীকৃত দিয়েছে। তাঁকে ১৯৯২ সালে আওর ট্রীস স্টিল গ্রও ইন দেহ্রা’র জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানি করা হয়।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
সুজাত হোসেন খাঁন
জন্মঃ ১৯ মে, ১৯৬০
তিনি একজন বিখ্যাত ভারতীয় সেতার বাদক। তিনি ৬০ টিরও বেশি রেকর্ডিং করেছেন। তিনি ইমদাদখানি ঘরানার একজন সেতার বাদক। তিনি অত্যন্ত ভালো গাইতেও পারেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment