আজকের দিন

Spread the love

মহারানি গায়ত্রী দেবী
২৩ মে, ১৯১৯ – ২৯ জুলাই, ২০০৯
তিনি জয়পুরের রাজমাতা ছিলেন। মহামহিম মহারাজা দ্বিতীয় সওয়াই মান সিংহকে  বিবাহ করে তিনি জয়পুরের তৃতীয় মহারানি হন। এবং ১৯৩৯ থেকে ১৯৭০ সাল পর্যন্ত রাজত্ব করেন। ১৯৭১ সালে সংবিধান সংশোধন করে তাঁর রাজকীয় উপাধি ও রাজন্য ভাতা বিলুপ্ত করা হয়।

১৯৪৭ সালে ভারত বিভাগ ও স্বাধীনতালাভের পর এবং পরে ১৯৭১ সালে রাজন্য ভাতা ও রাজমর্যাদা বিলোপের পর গায়ত্রী দেবী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৬২ সালের লোকসভা  নির্বাচনে তিনি বিশ্বের সর্বাধিক ব্যবধানে জয়লাভ করেন।

২৪৬,৫১৬টি ভোটের মধ্যে ১৯২,৯০৯টি ভোট পান, যা সেযুগে গিনেস বুক অফ রেকর্ডস-এ স্থান পায়। ১৯৬৭ ও ১৯৭১ সালেও স্বাধীন ভারতের  দ্বিতীয় গভর্নর-জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারীর স্বতন্ত্র পার্টির টিকিটে লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে জয়লাভ করেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

সমীর কোচর
জন্মঃ ২৩ মে, ১৯৮০
তিনি একজন অভিনেতা, সঞ্চালক। আই পি এলে তাঁককে সঞ্চালক ভূমিকাতেও দেখা গেছে। জহর, বোল্ড, জন্নত, চেস, টাইগার জিন্দা হ্যায় সহ বহু ছবিতে তিনি অভিনয় করেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

রহমান
জন্মঃ ২৩ মে, ১৯৬৭
তাঁর আসল নাম রসিন রহমান। তিনি এক জনপ্রিয় অভিনেতা। তিনি প্রায় ১৫০ এর ও বেশি তামিল, তেলেগু, মালায়ালাম ছবিতে অভিনয় করেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*