রামানন্দ চট্টোপাধ্যায়
২৯ মে, ১৮৬৫ – ৩০ সেপ্টেম্বর ১৯৪৩
উনবিংশ শতাব্দীতে জন্মগ্রহণকারী তিনি একজন বাঙ্গালী সাহিত্যিক যিনি প্রবাসী ও মডার্ণ রিভিউ পত্রিকাদ্বয়ের সম্পাদক হিসেবে বিশেষভাবে খ্যাতিমান ছিলেন। উপরন্তু তিনি ধর্মবন্ধু, দাসী, প্রদীপ এবং মুকুল এই চারটি পত্রিকার সম্পাদক হিসেবেও দীর্ঘকাল কাজ করেছেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর বিশেষ ঘনিষ্ঠতা ছিল। পত্রিকার সম্পাদনা ছাড়াও তিনি বেশ কিছু বাংলা ও ইংরেজী গ্রন্থের প্রণেতা। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা সাহিত্যের যে আন্দোলন সঙ্ঘটিত হয়েছিল, তার পশ্চাতে কর্মবীর রামানন্দ চট্টোপাধ্যায়ের ভূমিকা ছিল দৃঢ়মূল। ১৯২৬ খ্রিস্টাব্দে জেনিভায় অনুষ্ঠিত লীগ অব নেশনস্-এর বিশেষ অধিবেশনে তিনি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৪১-এ রবীন্দ্রনাথের মৃত্যুর পর তিনি বিশ্বভারতীর আশ্রমিক সংঘের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও সাংবাদিক হেমন্তকুমার চট্টোপাধ্যায় তাঁর ভ্রাতুষ্পুত্র।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
পঙ্কজ কাপুর
জন্মঃ ২৯ মে, ১৯৫৪
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি সাহিদ কাপুরের বাবা। তিনি কিছু ছবি ও টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। রাখ, এক ডক্টর কি মওত, ইত্যাদি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
টি, এইচ, হোয়াইট
জন্মঃ ২৯ মে, ১৯০৬- ১৭ জানুয়ারি ১৯৬৪
তিনি একজন ইংরেজ লেখক, কবি। তাঁর পুরো নাম টেরেন্স হ্যানবুরি “টিম” হোয়াইট। ‘আরথুরিয়ান’ উপন্যাসের জন্য তিনি বিশেষ জনপ্রিয়। তাঁর বহু উপন্যাস তাঁকে খ্যাতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিয়েছে।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
সুব্রত সেন
জন্মঃ ২৯মে, ১৯৬৩
তিনি একজন বাঙালী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, ঔপন্যাসিক। তিনি কলকাতায় জন্মেগ্রহণ করেছিলেন। প্রথমে সাউথ পয়েন্ট হাই স্কুল, তারপর প্রেসিডেন্সি কলেজ তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা শেষ করেন।
এক যে আছে কন্যা, স্বপ্নের ফেরিওয়ালা, নীল নির্জনে, বিবর, নন্দিনী, সাদা ক্যানভাস ইত্যাদি ছবি পরিচালনা করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
স্বেতা গুলাটি
জন্মঃ ২৯ মে, ১৯৭৯
তিনি একজন অভিনেত্রী। তিনি জনপ্রিয় কিছু টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। এছাড়াও তিনি কিছু হিন্দি ছবিতে অভিনয় করেছেন। রেমিক্স, দিল মিল গায়ে, শাগুন, পার্দে কি পিছে, লিপস্টিক, ইশক কি ঘন্টি সহ একাধিক টিভি সিরিয়ালে অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment