পরেশ রাওয়াল
জন্ম: ৩০ মে ১৯৫০
তিনি একজন হিন্দি চলচ্চিত্র অভিনেতা। ২০১৪ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভুষিত করে। ১৯৯৪ খ্রিটাব্দেও তাকে সহায়ক চরিত্রে অভিনয়ের জন্যে রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়। পরে হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্যে শ্রেষ্ঠ হাস্যকার হিসেবে সম্মিত করা হয়। শ্রী রাওয়াল কেতন মেহতা নির্দেশিত ছবি সরদার-এ স্বাধীনতা সংগ্রামী বল্লভভাই প্যাটেল চরিত্রে অভিনয় করে সবার মন কেড়েছিলেন।
তাঁর অভিনয় জীবন শুরু হয় ১৯৮৪ খ্রিস্টাব্দে। তখন তিনি হোলি নামক ছবিতে পার্শচরিত্রে প্রথম অভিনয় করেন। তারপর ১৯৮৬ তে নাম ছবিতে তাঁর অভিনয়শক্তি সবার সামনে প্রকাশ পায়। তিনি ১৯৮০-১৯৯০ সালের মধ্যেই একশতাধিক সিনেমাতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে ফেলেন। তাঁর মধ্যে কব্জা, দৌড়, কিং আঙ্কল, বাজী, রাম লখন ইত্যাদি উল্লেখযোগ্য।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
ধৃতিমান চট্টোপাধ্যায়
জন্মঃ ৩০ মে, ১৯৪৫
তিনি একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও লেখক। বিখ্যাত পরিচালক সত্যজিত রায়ের প্রতিদ্বন্দ্বি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি তাঁর অভিনয় জীবন শুরু করেন। এবং পরবর্তীকালে তাঁকে সত্যজিত রায়, মৃণাল সেন, অপর্ণা সেনের মত বড়ো মাপের পরিচালক বলে গণ্য করা হয়। তিনি বহু সুপারহিট ছবির নির্মাতা ও অভিনেতা।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
জগমোহন ডালমিয়া
জন্মঃ ৩০ মে ১৯৪০ – ২০ সেপ্টেম্বর ২০১৫
তিনি বিশিষ্ট ভারতীয় ক্রিকেট প্রশাসক ছিলেন। তিনি মিডিয়া জগতে “ভারতীয় ক্রিকেটের ম্যাকিওভেলী”, “বাস্তববাদী রাজনীতির গুরু”, “প্রত্যাবর্তনের গুরু” প্রভৃতি সম্মানসূচক বিশেষণে ভূষিত ছিলেন।[২] তিনি দীর্ঘকাল ধরে ভারত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড ও বঙ্গীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। পূর্বে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কলকাতা শহরে একজন ব্যবসায়ী হিসেবেও পরিচিত ছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
Be the first to comment