নার্গিস দত্ত
জন্মঃ ১ লা জুন ১৯২৯- ৩মে ১৯৮১
তাঁর জন্মনাম ছিল ফতেমা রশিদ। তিনি একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি একাডেমি পুরস্কার মনোনয়নপ্রাপ্ত চলচ্চিত্র মাদার ইন্ডিয়া-তে “রাধা” চরিত্র অভিনয় করার জন্য সবচেয়ে বিখ্যাত হয়েছেন। তিনি চলচ্চিত্র অভিনেতা সুনীল দত্ত কে বিয়ে করেন। তিনি সঞ্জয় দত্তের মা।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
ইসমাইল দরবার
জন্ম:জুন ১, ১৯৬৪
তিনি একজন ভারতের চলচ্চিত্র জগতের এক জনপ্রিয়মুখ। তিনি একাধারে গীতিকার এবং বেহালাবাদক। তিনি গুজরাটের সুরাতে জন্মগ্রহণ করেন। বহু বছর তিনি ভারতীয় সঙ্গীত পরিচালক লক্ষিকান্ত পিয়ারেলাল, কল্যালজি আনান্দজি, বাপ্পি লাহড়ি, রাজেশ রোশস, আনান্দ-মিলিন্দ, নাদিম-শ্রাবান, জতিন-ললিত এবং এ আর রহমান এর তত্ত্বাবধানে বেহালাবাদক হিসেবে কাজ করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
সত্যেন্দ্রনাথ ঠাকুর
জন্মঃ ১ জুন, ১৮৪২ – ৯ জানুয়ারি, ১৯২৩
তিনি ছিলেন একজন বাঙালি লেখক, সংগীতস্রষ্টা ও ভাষাবিদ। তিনি ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়। ব্রিটিশ ভারতের নারীমুক্তি আন্দোলনে সত্যেন্দ্রনাথ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। পারিবারিক পরিচয়ে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ।
তিনি মহারাষ্ট্র অঞ্চলের অগ্রণী সমাজ সংস্কারক ও প্রার্থনা সমাজ নেতৃবর্গের সংস্পর্শে আসেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য মহাদেব গোবিন্দ রানাডে, কাশীনাথ ত্রিম্বক তেলঙ্গ ইত্যাদি। ৩০ বছর তিনি আইসিএস পদ অলংকৃত করেছিলেন। ১৮৯৭ সালে মহারাষ্ট্রের সাতারার জজ হিসাবে অবসর গ্রহণ করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
কৃষ্ণ কুমার দিনেশ কার্তিক
জন্ম: ১ জুন, ১৯৮৫
তিনি তামিলনাড়ু প্রদেশের চেন্নাইয়ে জন্মগ্রহণকারী ভারতীয় ক্রিকেটার। ভারত জাতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটসম্যান কার্তিক উইকেট-রক্ষকেরও দায়িত্ব পালন করে থাকেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ ব্রেক বোলিংয়েও পারদর্শী তিনি। দলের নিয়মিত সদস্য হিসেবে টেস্ট ম্যাচ, একদিনের আন্তর্জাতিক ও টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তিনি আই পি এলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অধিনায়কত্ব করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment