দোলা ব্যানার্জী
জন্মঃ ২ জুন ১৯৮০
তিনি একজন ভারতীয় মহিলা তীরন্দাজ। তিনি জন্ম কলকাতার কাছে বরাহনগরে। বরাহনগর রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুলে উনি পড়াশুনো করেছেন। ৯ বছর বয়সে উনি বরাহনগর আরচারি ক্লাবে যোগ দেন। ১৯৯৬ সালে সান দিয়েগোতে অনুষ্ঠিত বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ ওনার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
সোনাক্ষী সিনহা
জন্ম: ২ জুন, ১৯৮৭
তিনি পাটনা বিহারের একজন ভারতীয় বলিউড অভিনেত্রী। তিনি ২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং নামক হিন্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন, যেটি ২০১০ সালের বলিউডের সর্ব্বোচ্চ ব্যবসা সফল ছবির মর্যাদা লাভ করে। তিনি রাউডি রাঠোর, দাবাং ২, লুটেরা ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন। তিনি খ্যাতনামা অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
মনি রত্নম
জন্মঃ ২ জুন, ১৯৫৬
তাঁর আসল নাম গোপালা রত্নম সুব্রমানিয়াম। তিনি একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও লেখক। তিনি মূলত তামিল ছবির কাজ করেছেন। ২০০২ সালে তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
অঞ্জন শ্রীবাস্তব
জন্মঃ ২ জুন, ১৯৪৮
তিনি একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা। এবং তিনি ইন্ডিয়ান পিপল’স থিয়েটার অ্যাসোসিয়েশানের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। হিন্দি ও মারাঠি ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য তিনি দর্শক মহলে ভীষণ জনপ্রিয়।
গোলামাল, বেমিসাল, সাথ সাথ, গুলামি, মিঃ ইন্ডিয়া, কাস, সালাম বম্বে, সাহেনশা, দয়াবান, অগ্নিবাণ, যোদ্ধা ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment