আজকের দিন

Spread the love

 অ্যাঞ্জেলিনা জোলি
জন্মঃ ৪ জুন, ১৯৭৫
তিনি একজন মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও মানবহিতৌষী। তিনি তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার, দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং একবার একাডেমি পুরস্কার লাভ করেছেন। চলচ্চিত্র জগতের বাইরে ২০০১ সালে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত মনোনীত হয়েছেন। বিশ্বব্যাপী মানবতার প্রচার, এবং বিশেষ করে শরণার্থীদের নিয়ে কাজ করার জন্য জোলি বিশেষভাবে সমাদৃত। একাধিকবার তিনি ‘বিশ্বের সেরা সুন্দরী’ নির্বাচিত হয়েছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
অনিল ধিরুভাই আম্বানির
জন্মঃ ১৯৫৯ সালের ৪ জুন
ভারতের মুম্বাইয়ে জন্মানো এই ব্যবসায়ীর শৈশব এখানেই কেটেছে। মেধাবী এই ব্যবসায়ী পড়াশোনায় বেশ ভালো ছিলেন। বিজ্ঞানের ছাত্র অনিল আম্বানি কেসি কলেজ, মুম্বাই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেন তারপর এমবিএ করেন ইউনিভার্সিটি অব পেনিসিলভেনিয়া থেকে।
বাবা ধিরুভাই আম্বানির হাতে গড়ে ওঠা প্রতিষ্ঠানটিকে ভাই মুকেশ আম্বানি যখন এতদূর টেনে এনেছেন তখন সম্পত্তির অংশীদার হিসেবে অনিল আম্বানির গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। রিলায়েন্স গ্রুপ নিয়ে তাঁর পথচলার দশটি বছর সাফল্যের সঙ্গেই কেটেছে। পুঁজি যেমন বেড়েছে তেমন লাভও বেড়েছে এই সময়ের মধ্যে। যে কারণে তিনি ব্যবসাকে আরও সম্প্রসারণ করতে সক্ষম হয়েছেন। রিলায়েন্স পাওয়ার ও রিলায়েন্স কমিউনিকেশনের পাশাপাশি তিনি বিনিয়োগ করেন ন্যাশনাল রোড অ্যান্ড হাইওয়েতে। মেট্রো রেলওয়েতে তার বিনিয়োগ সর্বত্র সাহসী পদক্ষেপ হিসেবে ব্যাপক প্রশংসিত হয়।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
নূতন সমর্থ বাল
জন্ম: ৪ জুন, ১৯৩৬ – মৃত্যু: ২১ ফেব্রুয়ারি, ১৯৯১ তৎকালীন বোম্বে প্রেসিডেন্সির মুম্বইয়ে জন্মগ্রহণকারী বিখ্যাত ভারতীয় অভিনেত্রী ছিলেন। নূতন নামেই দর্শকমহলে সমধিক পরিচিত ছিলেন তিনি। চার দশককাল সুদীর্ঘ চলচ্চিত্র জীবনে ৭০-এর অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বাপেক্ষা পরিচ্ছন্ন নারী অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
প্রিয়ামনি
জন্মঃ ৪ জুন, ১৯৮৪
তিনি একজন অভিনেত্রী ও মডেল। যিনি কানাডা, মায়ালালাম, তামিল, তেলেগু ছবিতে অভিনয় করেছেন। তিনি ন্যাশানাল ফিল্ম অ্যাওয়ার্ড ও পেয়েছেন। এছাড়াও বহু পুরষ্কার পেয়েছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
এস পি বালাসুব্রমানিয়াম
জন্মঃ ৪ জুন, ১৯৪৬
তিনি একজন খ্যাতনামা সঙ্গিতশিল্পী। হিন্দি ছাড়াও তেলেগু, তামিল, কানাড ছবিতে তিনি গান গেয়েছেন। তিনি বহু ছবিতে গান গেয়েছেন এবং দর্শকমহলে নিজেকে জনপ্রিয় করে তুলেছেন।
২০০১ সালে তিনি পদ্মশ্রী ও ২০১১ সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*