অমীশা প্যাটেল
জন্মঃ ৯ জুন ১৯৭৫
তিনি হচ্ছেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি অল্প কিছু তেলুগু এবং তামিল চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অমীশা ২০০০ সালের হিন্দি চলচ্চিত্র কাহো না পিয়ার হে দ্বারা সিনেমা জগতে পরিচিতি লাভ করেছিলেন, চলচ্চিত্রটিতে তার সহ-শিল্পী ছিলেন ঋত্বিক রোশন এবং এটি ভালো ব্যবসাসফল হয়েছিলো এবং এটিই ছিলো তাঁর অভিনীত প্রথম ছবি।
২০০১ সালে সানি দেওলের সঙ্গে গাদারঃ এক প্রেম কথা (হিন্দি) চলচ্চিত্রে অভিনয়ের ফলস্বরূপ তিনি ‘ফিল্মফেয়ার স্পেশাল পারফর্ম্যান্স এ্যাওয়ার্ড’ জেতেন এবং পরের বছর হামরাজ চলচ্চিত্রে অভিনয় করে তিনি ‘ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড’ এ সেরা অভিনেত্রীর নমিনেশন পেয়েছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
সোনম কাপূর
জন্ম: ৯ই জুন, ১৯৮৫
তিনি ভারতের মহারাষ্ট্রের মুম্বই শহরে জন্ম করেন। তিনি একজন ভারতীয় অভিনেত্রী যিনি বলিউডে তৈরী ছবিতে অভিনয় করেন।
অভিনয়জীবন শুরু করার আগে সোনম সঞ্জয় লীলা বনসলির সহকারী হিসেবে কাজ করতেন। ব্ল্যাক (২০০৫) ছবিটি তৈরি হওয়ার সময় তিনি সহযোগীর ভূমিকায় ছিলেন। বড় পর্দায় তিনি আত্মপ্রকাশ করেন রনবীর কপূরের সঙ্গে বনসলির সাওয়ারিয়া (২০০৭) ছবিতে। এরপর তিনি বহু ছবিতে কাজ করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
কিরণ বেদী
জন্মঃ ৯ জুন ১৯৪৯
তিনি ভারতের পুলিশ সার্ভিসের উর্ধতন কর্মকতা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর ডিরেক্টর জেনারেল) হিসেবে ২০০৭ সালে অবসর নেন, স্বেচ্ছায়। ১৯৭২ সালে তিনি ভারতীয় পুলিশ সার্ভিসে যোগ দেন দেশটির প্রথম মহিলা পুলিশ কর্মকর্তা হিসেবে।
তাঁর কারা সংস্কার নীতির কারণে ১৯৯৪ সালে তিনি র্যামন ম্যাগসেসে পুরস্কার পান। দক্ষ, দৃঢ়চেতা ও ন্যায়নিষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি কিংবদন্তীতুল খ্যাতি অর্জন করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment