প্রকাশ পাড়ুকন
জন্মঃ ১০ জুন, ১৯৫৫
তিমি একজন খ্যাতনামা ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছেছিলেন প্রকাশ৷ শুধু তাই নয় টানা ন’বার জাতীয় চ্যাম্পিয়ন হিসেবও নজির গড়েছিলেন তিনি৷ এছাড়া ১৯৭৮ কমনওয়েলথ গেমসে সোনা জয়, ১৯৮১ বিশ্বকাপে সোনা জয় তাঁর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন৷ তবে তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব ১৯৮০ অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জয়৷ এখানে জিতেই একনম্বরে পৌঁছেছিলেন তিনি৷ খেলার ছাড়ার পর তিনি ‘প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন অ্যাকাডেমি’ প্রতিষ্ঠা করেন৷ ব্যাডমিন্টন অ্যাশোসিয়েসন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি৷
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
সুব্রত রায়
জন্মঃ ১০ জুন ১৯৪৮
তিনি হলেন একজন ভারতীয় ব্যবসায়ী এবং সাহারা ইন্ডিয়া পরিবার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ভারতীয় বহু-সমন্বিত বিচিত্র মালিকানার সঙ্গে তিনি পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, লন্ডন এর গ্রসভেনর হাউস, নিউ ইয়র্ক এর প্লাজা হোটেল, এ্যমবি ভ্যালি সিটি ও ফোর্স ইন্ডিয়ার সাথে জড়িত। রায় ১৯৭৮ সালে তার কোম্পানী প্রতিষ্ঠা করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
নন্দমুরি বালাকৃষ্ণান
জন্মঃ ১০ জুন, ১৯৬০
তিনি একজন অভিনেতা ও রাজনীতিবিদ। যিনি তেলেগু ছবির সাথে বিশেষভাবে যুক্ত।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment