মিঠুন চক্রবর্তী
জন্মঃ ১৬ জুন ১৯৫০
তিনি ভারতের একজন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, সমাজ সংগঠক এবং উদ্যোক্তা। শৈশবে ‘গৌরাঙ্গ চক্রবর্তী’ নামে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। মৃগয়া (১৯৭৬) চলচ্চিত্রের মাধ্যমে তাঁর অভিষেক ঘটে। এ ছবির মাধ্যমেই তিনি ‘সেরা অভিনেতা’ হিসেবে ভারতের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করেন। বর্তমানে পরশ টিভি প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন। তিনি বহু ছবিতে অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
হেমন্ত মুখোপাধ্যায়
জন্মঃ ১৬ জুন ১৯২০ – ২৬ সেপ্টেম্বর ১৯৮৯
তিনি একজন খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক ছিলেন। তিনি হিন্দি সঙ্গীতজগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ। শৈলেশ দাসগুপ্তর সাহায্যে তিনি প্রথম গান করেন ১৯৩৫ সালে। প্রথম গান আমার গানেতে এল নবরূপী চিরন্তন রেকর্ড করেন। ১৯৩৭ থেকে তিনি সম্পূর্ণভাবে সঙ্গীতজগতে প্রবেশ করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
Be the first to comment