আজকের দিন

Spread the love
রাহুল গান্ধী
জন্মঃ ১৯ জুন, ১৯৭০
তিনি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি আমেঠি লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের বর্তমান সভাপতি।
১৯৯১ সালে তাঁর বাবা , ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী-র হত্যা হলে নিরাপত্তাজনিত কারণে তাকে রাউল ভিন্সি ছদ্মনামে ফ্লোরিডা-র রোলিন্স কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই ১৯৯৪ সালে কলা বিভাগে স্নাতক পাশ করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে দর্শনে স্নাতকোত্তর করতে ট্রিনিটি কলেজ, কেমব্রিজ-এ ভর্তি হন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

স্যার আহমেদ সালমান রুশদি
জন্ম: ১৯শে জুন, ১৯৪৭
তিনি একজন ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তাঁর দ্বিতীয় উপন্যাস মিডনাইটস চিলড্রেন  ১৯৮১ সালে বুকার প্রাইজ অর্জন করেছিল। তার লেখার অনেকটা অংশ জুড়েই থাকে ভারতীয় উপমহাদেশ। বলা হয়ে থাকে যে তিনি জাদু বাস্তবতার সাথে ঐতিহাসিক কল্পকাহিনী একত্রিত করে লিখেন। পূর্ব ও পশ্চিমের মধ্যে অসংখ্য সংযোগ, বিচ্ছিন্নতা ও অভিপ্রয়াণ তার লেখার অন্যতম বিষয়বস্তু।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
কাজল আগরওয়াল
জন্ম: ১৯ জুন ১৯৮৫ একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তাঁর সফল চলচ্চিত্র পেশার মাধ্যমে, তিনি দক্ষিণ ভারতে জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি মঞ্চ প্রদর্শনিতে অংশ নেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*