আজকের দিন

Spread the love
অমরেশ পুরী
জন্মঃ ২২শে জুন ১৯৩২- ১২ই জানুয়ারি ২০০৫
তিনি ভারতের তৎকালীন পাঞ্জাবের জলন্ধর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। যদিও খলনায়কের চরিত্রেই তাঁকে বেশি দেখা গেছে, অমরেশ পুরি পজেটিভ রোলেও অনেক অভিনয় করেছেন। ১৯৯৫ সালের ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র কাজলের বাবা বলদেভ সিং’র চরিত্রে বা ১৯৯৭ সালের ’পরদেশ’ সিনেমার দয়ালু আমেরিকান ব্যবসায়ীর চরিত্রে তাঁকে পজেটিভ রোলে দেখা গেছে।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
.
বিজয়
জন্মঃ ২২শে জুন ১৯৭৪
তিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্লেব্যাক গায়ক এবং জনহিতৈষী  যিনি তামিল চলচ্চিত্র শিল্পে কাজ করে থাকেন। ভক্তদের কাছে ইলায়াথালাপাথি (জুনিয়র কমান্ডার-ইন-চিফ্‌) অথবা থালাপাথি (কমান্ডার-ইন-চিফ্‌) নামেই বেশি পরিচিত, যিনি তামিল চলচ্চিত্রে অনেক জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতাদের মধ্যে অন্যতম।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*