অরুণা আসফ আলী
জন্মঃ ১৬ জুলাই, ১৯০৯- ২৯ জুলাই ১৯৯৬
তিনি একজন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সমাজকৰ্মী ছিলেন। অরুণা আসফ আলীকে আন্তঃরাষ্ট্ৰীয় বোঝাপড়ার ক্ষেত্ৰে ১৯৯১ সালে জওহরলাল নেহরু পুরস্কার প্ৰদান করা হয়। ১৯৯৭ সালে ভারত সরকার তাঁকে দেশের সৰ্ব্বোচ্চ সম্মান ভারত-রত্ন উপাধিতে সম্মানিত করে আর ১৯৬৪ সালে তাকে আন্তঃরাষ্ট্ৰীয় লেলিন শান্তি পুরস্কারে বিভূষিত করা হয়। সমাজে প্ৰগতি আর শান্তির চেষ্টার কারণে ১৯৫৫ সালে তাকে সোভিয়েট দেশে নেহরু পুরস্কারে সম্মানিত করে। তিনি দিল্লী মহানগরের প্ৰথম মহিলা মেয়র ছিলেন। তিনি জাতীয় মহিলা ফেডারেশনের সভানেত্ৰীও ছিলেন। তিনি জাতীয় মহিলা কনফারেন্সের সাথে জড়িত থাকার কারণে দিল্লী কংগ্ৰেস কমিটির সভানেত্ৰী হন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাি শ্রদ্ধাঞ্জলি।
ক্যাটরিনা কাইফ
জন্মঃ ১৬ই জুলাই, ১৯৮৪
তিনি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র অভিনেত্রী ও সাবেক মডেল তারকা যিনি হিন্দি ভাষার চলচ্চিত্র শিল্প হিসেবে খ্যাত বলিউডে অভিনয় করছেন। এছাড়াও তিনি তেলেগু, মালয়ালম ভাষার ছায়াছবিতেও অংশগ্রহণ করছেন। ব্রিটিশ নাগরিক ক্যাটরিনা কর্ম ভিসা নিয়ে ভারতে কাজ করছেন। তাঁর প্রকৃত নাম ক্যাটরিনা টার্কুট। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথেও যুক্ত। তিনি বহু ছবিতে অভিনয় করেছেন। এবং তিনি বর্তমানে বলিউডের এক খ্যাতনামা অভিনেত্রী।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment