গৌতম ঘোষ
জন্মঃ ২৪ জুলাই ১৯৫০
তিনি একজন বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক । গৌতম ঘোষের জন্ম বাংলাদেশের ফরিদপুরে। তাঁর কর্মজীবন শুরু করেন ডকুমেন্টারী দিয়ে। তার পরে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি বহু জনপ্রিয় ছবির পরিচালনা করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
মনোজ কুমার
জন্মঃ ২৪ জুলাই, ১৯৩৭
তিনি একজন জনপ্রিয় বলিউড অভিনেতা। ওগ কোন থি, হিমালয় কি গোদ মে, উপকার, পাত্থার কি সানাম, পুরম ওর পশ্চিম, ক্রান্তি ইত্যাদি বহু ছবিতে অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
জন্মঃ জুলাই ২৪, ১৮৯৮-সেপ্টেম্বর ১৪, ১৯৭১
তিনি বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ছিলেন। তার সামগ্রিক সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ৬৫টি উপন্যাস, ৫৩টি গল্পগ্রন্থ, ১২টি নাটক, ৪টি প্রবন্ধের বই, ৪টি আত্মজীবনী এবং ২টি ভ্রমণ কাহিনী। এই বিশিষ্ট সাহিত্যিক রবীন্দ্র পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার এবং পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
Be the first to comment