আজকের দিন

Spread the love
শঙ্কর শনমুগাম
জন্মঃ ১৭ই অগাস্ট, ১৯৬৩ সাল
তিনি সর্বত্র পরিচিত শঙ্কর নামে, তিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক, যিনি প্রধানত তামিল চলচ্চিত্রে কাজ করে থাকেন। তাঁকে এস. এ. চন্দ্রশেখর পরিচিত করান। উচ্চ বাজেট সম্পন্ন ছবিগুলো পরিচালনা করে তিনি পরিচিতি লাভ করেন, তিনি তামিল ছবিতে ভিজিলান্তে ছবিগুলোরও পথপদর্শক। কে. টি. কুঞ্জুমোন-এর প্রযোজনায়, তিনি জেন্টেলম্যান (১৯৯৩) ছবি পরিচালনার মাধ্যমে প্রথম পরিচালনায় পদার্পণ করেন, যার জন্য তাঁকে ফিল্মফেয়ার সেরা পরিচালক পুরস্কার ও তামিল নাড়ু রাজ্য পুরস্কার – সেরা পরিচালক পুরস্কার প্রদান করা হয়। সমকালীনদের মধ্যে তিনি হলেন ভারতের একমাত্র সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত চলচ্চিত্র-প্রস্তুতকারক।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*