ভূমিকা চাওলা
জন্মঃ ২১শে অগাস্ট ১৯৭৮
তিনি হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং একজন সাবেক মডেল। তিনি তেলুগু ছবি ইয়ুভাকুডু (২০০০) দিয়ে তাঁর চলচ্চিত্র জীবনের সূচনা করেন এবং তারপর থেকে তিনি ভারতীয় বিভিন্ন চলচ্চিত্র শিল্পে এবং ত্রিশটিরও অধিক তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালম, কর্ণাঠক, ভোজপূরি, এবং পাঞ্জাবি চলচ্চিত্রে কাজ করেন। তাঁর করা খুশি, অক্কাডু, তেরে নাম, মিসসাম্মা, গান্ধী, মাই ফাদার, বাডি এবং আনাসুয়া ছবিগুলো দিয়ে আলোচনায় আসেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
সানা খান
জন্ম: ২১ আগষ্ট ১৯৮৭
তিনি হলেন একজন ভারতীয় অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী।তিনি প্রাথমিকভাবে মডেলিং এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বিজ্ঞাপনচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন। এছাড়াও তিনি দক্ষিণ ভারতীয় ছবিতে, টিভি কর্মাশিয়াল ও টেলিভিশন রিয়েলিটি শোতে কাজ করেছেন। সানা প্রায় ৫টি ভাষায় ১৪টি চলচ্চিত্রে এবং ৫০টির মত বিজ্ঞাপনে কাজ করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment