দেবব্রত বিশ্বাস
জন্মঃ ২২ অগস্ট ১৯১১ – ১৮ অগস্ট ১৯৮০
তিনি এক স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত গায়ক ও শিক্ষক। দেবব্রত বিশ্বাস ভারতের গণনাট্য আন্দোলনেরও অন্যতম পুরোধাপুরুষ ও একজন বিখ্যাত গণসঙ্গীত গায়কও বটে। রাজা পঞ্চম জর্জের দিল্লি দরবারের অব্যবহিত পূর্বে জন্ম বলে তাঁর ডাকনাম রাখা হয় জর্জ। পরবর্তীকালে অনুরাগীমহলে তিনি জর্জ বিশ্বাস বা জর্জদা নামেও সমধিক পরিচিত ছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
চিরঞ্জীবী
জন্মঃ ২২ আগস্ট, ১৯৫৫
তিনি কোনিডেলা শিভ শঙ্কর ভর প্রসাদ হিসেবে জন্ম গ্রহণ করেন। তিনি একজন ভারতীয় চলচ্চিত্রে অভিনেতা। একাধারে তিনি নৃত্যকার, ছবি উৎপাদক, গায়ক, কন্ঠস্বর শিল্পী, রাজনীতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও ভারতীয় জাতীয় কংগ্রেসএর একজন সদস্য। তিনি ভারত সরকার-এর কেবিনেটের ট্যুরিজম মন্ত্রনালয়-এর একজন মন্ত্রী ছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment