প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
জন্ম: ৩০ সেপ্টেম্বর ১৯৬২
তিনি একজন বাঙালি চিত্রাভিনেতা। তিনি প্রায় দুইদশকেরও বেশি সময় ধরে তিনি পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের নায়ক হিসাবে শীর্ষস্থানে আছেন।
প্রসেনজিৎ ১৯৮৯ খ্রিস্টাব্দে ডেভিড ধাওয়ানের পরিচালনায় আঁধিয়া এবং ১৯৯১ খ্রিস্টাব্দে মেহুল কুমারের পরিচালনায় মিত মেরে মন কে বলে দুটি হিন্দি ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেন । কিন্তু কোনো ছবিই সফলতা লাভ করেনি ।
প্রসেনজিৎ ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উনিশে এপ্রিল, উৎসব, চোখের বালি, দোসর, খেলা এবং দ্য লাস্ট লিয়র ছবিতে অভিনয় করেছেন । এর মধ্যে দ্য লাস্ট লিয়র ছবিটি ছিল তাঁর অভিনীত একমাত্র ইংরেজি ছবি এবং এই ছবিতে তিনি অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
শান
শান্তনু মুখোপাধ্যায়
জন্ম: ৩০ সেপ্টেম্বর, ১৯৭২
তিনি একজন খ্যাতিমান ভারতীয় গায়ক। তিনি ভারতের কলকাতায় ৩০শে সেপ্টেম্বর, ১৯৭২ সালে জন্ম গ্রহণ করেছেন। তিনি মূলত হিন্দি গান গেয়ে থাকেন। ক্যারিয়ারের শুরুতে তিনি তাঁর দিদি সাগরিকার সাথে জুটি বেঁধে কিছু জনপ্রিয় গান গেয়েছিলেন । পরে তিনি হিন্দি ছবির জন্য প্লেব্যাক করেন এবং নিজের প্রাইভেট অ্যালবামও বের করেছেন। তাঁর পিতা মানস মুখোপাধ্যায় বলিউডের একজন সুরকার ছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment