প্রতিমা বড়ুয়া পাণ্ডে
জন্মঃ ৩ অক্টোবর, ১৯৩৫ – ২৭ ডিসেম্বর ২০০২
তিনি ছিলেন জনপ্রিয় লোকগীতি গায়িকা যিনি পশ্চিম আসামের ধুবড়ী জেলার গৌরিপুরের রাজ পরিবারে জন্মেছিলেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রতিমা বড়ুয়া পাণ্ডে বিখ্যাত ছিলেন তাঁর অমর গোয়ালপাড়িয়া গান হস্তির কন্যা এবং মোর মাহুত বন্ধুরের জন্য। তিনি ছিলেন প্রকৃতীশচন্দ্র বড়ুয়ার কন্যা এবং দেবদাসখ্যাত চলচ্চিত্র পরিচালক প্রমথেশ বড়ুয়ার ভাইঝি।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
Be the first to comment