আজকের দিন

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভারতীয় রাজনীতির রঙ্গমঞ্চে তাঁর আবির্ভাবই আগামীতে এগিয়ে নিয়ে যাবে বাংলাকে। লোকসভার কনিষ্ঠতম সদস্য হওয়ায় তাঁকে ‘ষোড়শ লোকসভার শিশু’ বলা হয়। তিনি ভারতেরপশ্চিমবঙ্গ রাজ্যের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রথেকে নির্বাচিত ১৬শ লোকসভার সদস্য।

ঠিকই ধরেছেন হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়..! তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র। নব নালন্দ স্কুলে পড়াশোনা করার পর তিনি নতুন দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে বিবিএ পাস করার পর তিনি উক্ত প্রতিষ্ঠান থেকেই এমবিএ করেন।

২০১২ সালের জুলাই মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল যুবার জাতীয় সভাপতি রূপে তাঁর রাজনৈতিক কর্মজীবন শুরু করেন। তারপরেই ২০১৪ সালের সাধারণ নির্বাচনে তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্ব্বিতা করে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র ড. আবুল হাসনতকে পরাজিত করেন।

২০১৪ সালের অক্টোবর মাসে তিনি সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জাতীয় সভাপতি ঘোষিত হন। তারপর থেকেই বাংলার আপামর ছাত্রযুব এক ডাকে, এক সুরে, এক অঙ্গে আপন করেছে তাঁকে।

আজ জন্মদিনে তাঁকে জানাই রোজদিনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*