জন আব্রাহাম
জন্মঃ ১৭ ডিসেম্বর ১৯৭২
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং প্রাক্তন মডেল। বহু প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেলিং এর পর, আব্রাহাম চলচ্চিত্রে অভিষেক করেন জিস্ম (২০০৩) সিনেমায় অভিনয়ের মাধ্যমে। যা ফিল্মফেয়ার সেরা নবাগত পুরস্কারের মনোনয়ন অর্জন করে।
আব্রাহাম মুম্বাইয়ের বম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করেন। তিনি অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন জয় হিন্দ্ কলেজ থেকে। এছাড়া তিনি মুম্বাইয়ের নার্সি মনোজী ইনিস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ (MET) থেকে এমএমস (MMS) অর্জন করেন।
জন আব্রাহাম পাঞ্জাবী সঙ্গীতশিল্পী জাযি বি এর গান “সুর্মা” তে মডেল হিসেবে অভিনয়ের মাধ্যমে মডেলিং জীবনে পদার্পন করেন। তারপর তিনি বহু কাজের সাথে নিজেকে জড়িয়েছেন অবশেষে অভিনয় জীবনে পদার্পন করেন। জিসম, ছায়া, এইতবার, ধুম, কারাম, কাল, ওয়াটার, গরমমশালা, শিকার, জিন্দা, বাবুল, কাবুল এক্সপ্রেস, নো স্মোকিং, হ্যাটট্রিক, গোল, দোস্তানা ইত্যাদি বহু সিনেমা করেছেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
রিতেশ দেশমুখ
জন্মঃ ১৭ ডিসেম্বর ১৯৭৮
তিনি হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং স্থপতি। তিনি হিন্দী এবং মারাঠা চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। রিতেশ প্রয়াত রাজনীতিবীদ বিলাসরাও দেশমুখ এবং বৈশালী দেশমুখ-এর পুত্র।
রিতেশ ২০০৩ সালে কে. বিজয়া ভাস্কর পরিচালিত তুঝে মেরি কসম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন; চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন জেনেলিয়া ডি’সুজা। কিন্তু ব্যাপক পরিচিতি পেতে তাকে ২০০৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। রম্য চলচ্চিত্র মাস্তি তাকে খ্যাতি এনে দেয় এবং তিনি বেশ কিছু পুরষ্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৩ সালে রিতেশ মারাঠি চলচ্চিত্র বালাক পালাক প্রযোজনার মাধ্যমে প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেন।
তিনি তুঝে মেরি কসম, মাস্তি, নাচ, মিস্টার ইয়া মিসেস, ব্লাফমাস্টার, আপনা সাপনা মানি মানি, মালামাল উইকলি, ডারনা জরুরী হ্যায়, আউট অ কন্ট্রোল ইত্যাদি সিনেমায় অভিনয় করেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
দেবেশ রায়
(জন্ম ১৭ ডিসেম্বর, ১৯৩৬)
তিনি একজন বাঙালি ভারতীয় সাহিত্যিক। জন্ম অধুনা বাংলাদেশ রাষ্ট্রের পাবনা জেলার বাগমারা গ্রামে। ১৯৭৯ সাল থেকে তিনি এক দশক পরিচয় পত্রিকা সম্পাদনা করেন। তাঁর প্রথম উপন্যাস যযাতি। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল: মানুষ খুন করে কেন (১৯৭৬), মফস্বলী বৃত্তান্ত (১৯৮০), সময় অসময়ের বৃত্তান্ত (১৯৯৩), তিস্তা পাড়ের বৃত্তান্ত (১৯৮৮), লগন গান্ধার (১৯৯৫) ইত্যাদি।
১৯৯০ সালে তিস্তা পাড়ের বৃত্তান্ত উপন্যাসটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভেচ্ছা।
সুরেশ ওবেরয়
জন্মঃ ১৭ ডিসেম্বর ১৯৪৬
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। সহকারী অভিনেতা হিসাবে তিনি ন্যাশানাল অ্যাওয়ার্ডও পেয়েছেন। প্রথমে মডেল হিসাবো কাজ শুরু করলেও পরে তিনি বলিউডে অনেক সিনেমায় অভিনয় করেছেন। অভিনেতা বিবেক ওবেরয় তাঁর পুত্র।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
——————————————
তথ্য সংগ্রহেঃ মাসানুর রহমান
Be the first to comment