আজকের দিন

Spread the love

কৃষ্ণমাচারী শ্রীকান্ত

জন্মঃ ২১ শে ডিসেম্বর ১৯৫৯
তিনি ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক ও নির্বাচন কমিটির প্রাক্তন সভাপতি ছিলেন।
.
তামিলনাড়ু ও দক্ষিণ জোনের জন্য তিনি ডোমেস্টিক খেলেছেন। 1981 সালে তিনি ইংল্যান্ডের বিপক্ষে তাঁর একদিনের আন্তর্জাতিক অভিষেক ঘটে । তাঁর আগ্রাসী ব্যাটিং স্টাইলের জন্য তিনি বিশেষ পরিচিত। ১৯৮৩ সালের বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের জন্য তিনি সর্বোচ্চ রান করেছিলেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

গোবিন্দ

জন্ম ২১ ডিসেম্বর ১৯৬৩
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, বলিউডে অভিনয়ের জন্য পরিচিত। একজন প্রাক্তন রাজনীতিবিদ, গোদিন্দ ১২ বার ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছেন, এবং তিনি ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার এবং ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান অভিনেতা পুরস্কার অর্জন করেছেন। এছাড়া তিনি চারবার জি সিনেমা পুরস্কার জিতেছেন। ১৯৮৬ সালে ইলযাম সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে, তিনি ১৪০ টির বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৯৯ সালের জুনে, বিবিসি নিউজ অনলাইনের সদস্যদের দ্বারা বিগত হাজার বছরের সেরা দশজন তারকার একজন নির্বাচিত হন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

তামান্না ভাটিয়া

(জন্মঃ ২১ ডিসেম্বর, ১৯৮৯)
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মূলত তেলুগু ও তামিল ছবিতে অভিনয় করেন। ২০০৫ সালে চান্দ সা রোশন চেহ্‌রা ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন এবং একই বছরে তেলুগু ও তামিল ছবিতে কাজ শুরুর আগে ইন্ডিয়ান আইডল-১ বিজয়ী অভিজিত সাওয়ান্তের ‘আপ্‌কা অভিজিত’ এ্যালবামের ‘লাফজো মে’ নামের একটি গানে তাঁকে মডেল হিসেবে দেখা যায়। একই বছরে তেলুগু ছবি শ্রী দিয়ে প্রথমবারের মতন তেলুগু চলচ্চিত্রে পদার্পণ করেন।
.
২০০৭ সালে তিনি কলেজ জীবনের উপর ভিত্তি করে নির্মিত তেলুগু ছবি হ্যাপি ডে’স্‌ ও তামিল ছবি কাল্লোরি নামের নাট্যচিত্রেও অভিনয় করেন। তাঁর কাজগুলো হলো তামিল ছবি অয়ন (২০০৯), পাইয়া (২০১০) এবং সিরুথাই (২০১১)। ২০১১ সালে তিনি ১০০% লাভ (২০১১) করে তেলুগু ছবিতে ফিরে আসেন। তাঁর অন্যান্য ছবিগুলো হলো রাছা (২০১২), ক্যামেরামান গঙ্গা থো রামবাবু (২০১২), থাডাকা (2013), আগাডু (২০১৪), বাহুবলীঃ দ্য বিগিনিং, বেঙ্গল টাইগার (২০১৫),ওপিরি (২০১৬) এবং ‘বাহুবলী ২ঃ দ্য কনক্লুশন (২০১৭)। অতঃপর তিনি নিজেকে তেলুগু ছবিতে একজন সমসাময়িক অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

আমিন সায়ানী

জন্মঃ ২১শে ডিসেম্বর ১৯৩২
তিনি একজন বিখ্যাত ভারতীয় রেডিও ঘোষক। বেহনো ওর ভাইয়ো তাঁর সুমধুর কন্ঠে আজও বিখ্যাত। ১৯৫১ সাল থেকে তিনি ৫৪০০০ টিরও বেশি রেডিও প্রোগ্রাম করেছেন। ২০০৯ সালে তাঁকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়। এ ছাড়াও তিনি বহু সম্মানে সম্মানিত হয়েছেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*