আজকের দিন

Spread the love

চৌধুরী চরণ সিং

(২৩ ডিসেম্বর ১৯০২ – ২৯ মার্চ ১৯৮৭)
তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের ভারতের ৫ম প্রধানমন্ত্রী। ঐতিহাসিক ও সাধারন মানুষজন তাঁকে কৃষকদের চ্যাম্পিয়ন বলে অভিহিত করতেন।
.
১৯৬৭ সালে তিনি কংগ্রেস ত্যাগ ভারতীয় ক্রান্তি দল গঠন করেন। রাজ নারাইন এবং রাম মনোহর লোহিয়ার সাহায্যে ও সমর্থন দিয়ে তিনি ১৯৬৭ সালে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। ১৯৭৭ সালের সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা তাঁর পক্ষে ভোট দেয় এবং বিরোধী দল, যার মধ্যে চৌধুরীচরণ সিং ছিলেন একজন সিনিয়র নেতা হিসাবে ক্ষমতায় আসেন। তিনি মোরারজী দেসাইয়ের নেতৃত্বে জনতা সরকারের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
.
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

কুমার পাল্লানা

জন্মঃ ২৩ ডিসেম্বর ১৯১৮
তিনি একজন অভিনেতা যিনি মিকি মাউস ক্লাবে অভিনয় করেন।
.
ভিভা যাপাতা, রাসমোর, বটেল রকেট, ডুপলেক্স, বোম্ব দ্য সিসটেম, দ্য টার্মিনাল, রেভিউলেশন, টুডে স্পেশাল, আনজানা আনজানি, ক্যাম্পাস রেডিও ইত্যাদি সিনেমায় অভিনয় করেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

ব্রজেন্দ্রনাথ দে

জন্মঃ২৩ ডিসেম্বর ১৮৫২
তিনি ছিলেন ভারতীয় সিভিল সার্ভিসের প্রথম ভারতীয় সদস্য।
.
১৮৮১ সালে তিনি  বাংলায় শাহাবাদের সহকারী ম্যাজিস্ট্রেট ও সংগ্রাহক ছিলেন। তিনি জেলা ম্যাজিস্ট্রেট এবং খুলনার সংগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেন। ওড়িশায় বালাশ্বরের ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর এবং পরে মালদা ও হুগলির সদস্যও হন। বর্ধমান বিভাগের একজন ভারপ্রাপ্ত কমিশনার ছিলেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*