আজকের দিন

Spread the love

অটল বিহারী বাজপেয়ী

জন্মঃ ২৫ ডিসেম্বর, ১৯২৪
তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী (১০ম) ,১৯৯৬ সালে তিনি প্রথমবারের মত প্রধানমন্ত্রী হন মাত্র ১৩ দিনের জন্য এরপর ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী। ভারতীয় জনতা পার্টি এর নেতা হিসেবে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এর বাইরে থেকে তিনিই প্রথম ব্যক্তি যিনি একদম পূর্ণ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

দেব

(জন্ম: ২৫ ডিসেম্বর ১৯৮২)
তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের একজন অভিনেতা ও সাংসদ। তাঁর আসল নাম দীপক অধিকারী; যদিও “দেব” নামেই তিনি সুপরিচিত। তিনি অগ্নিশপথ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পন করেন। তিনি বাংলা সিনেমার ও মারাঠি সিরিয়ালের একজন অন্যতম প্রধান অভিনেতা।
.
অভিনয় ছাড়াও তিনি ভিভেল আইটিসি লিমিটেড, রয়্যাল স্ট্যাগ, শ্রীকন টিএমটি বারস্‌, ব্রেকফ্রেশ বিস্কুট সহ বেশকিছু ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন। তিনি জল্‌সা মুভিজের  ও গ্ল্যামার ওয়ার্ল্ডের  ব্রান্ড এমবাসেডর। তিনি ডান্স বাংলা ডান্সঃ সীজন ৮-এর ক্যাপ্টেন ছিলেন; যাতে পূর্বে মিঠুন চক্রবর্তী মহাগুরু হিসেবে ছিলেন। তিনি কলকাতার “টাইমস ২০১৩ সালের ২৫ জন আকাঙ্খিত ব্যক্তিত্ব”-এ প্রথম স্থান লাভ করেন। ২০১৪ সালে তিনি “মহানায়ক অ্যাওয়ার্ড” লাভ করেন।
.
২০১৪ সালে তিনি লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। তিনি কেশপুর কেন্দ্র থেকেই ১ লক্ষ ১৬ হাজার ৮৬০ টি ভোট লাভ করেন।
.
বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং বর্তমানে দর্শক মহলে তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

নওশাদ আলী

(জন্ম; ২৫ ডিসেম্বর, ১৯১৯ – ৫ মে, ২০০৬)
তিনি ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ। তিনি বলিউড চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক এবং শাস্ত্রীয় সঙ্গীতকে চলচ্চিত্রে সার্থকভাবে ব্যবহারের মাধ্যমে জনপ্রিয় করার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।
.
একজন স্বাধীন সঙ্গীত পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র “প্রেম নগর” ১৯৪০ সালে মুক্তি পায়। সঙ্গীত পরিচালক হিসেবে তার প্রথম সফল চলচ্চিত্র ছিলো ১৯৪৪ সালে মুক্তি পাওয়া “রতন” ছবিটি, যা একাধারে ৩৫ সিলভার জুবিলী, ১২ গোল্ডেন জুবিলী এবং ৩ ডায়মন্ড জুবিলী হিট হয়েছিলো। চলচ্চিত্র অসাধারণ অবদানের জন্য নওশাদ ১৯৮২ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ১৯৯২ সালে পদ্মভূষণ লাভ করেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

রাজু শ্রীবাস্তব

(জন্ম ২৫ ডিসেম্বর, ১৯৬৩),
তিনি ভারতের সবচেয়ে জনপ্রিয় কৌতুকাভোগীদের মধ্যে একজন। তিনি দৈনিক জীবনের বিভিন্ন দৃষ্টান্ত সম্পর্কে তার পর্যবেক্ষণমূলক কৌতুকের জন্য সুপরিচিত।
.
তিনি তেজাব, বাজিগর, মিঃ আজাদ, আমদানি আটটানি খরচা রুপাইয়া, ম্যায় প্রেম কি দিওয়ানি হু, বিগ ব্রাদার, বোম্বে টু গোয়া ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

নাগমা

(জন্মঃ ২৫ ডিসেম্বর ১৯৭৪)
তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ ও অভিনেত্রী। তেলুগু এবং তামিল চলচ্চিত্রের জন্য তিনি আরও পরিচিত। বলিউডের অভিনয় কর্মজীবন শুরু করেন এবং বেশ কয়েকটি বলিউডের চলচ্চিত্র এবং অন্যান্য ভাষাতেও কাজ করেন। নাগমা ভারতের বিস্তৃত অঞ্চলে বিভিন্নন ভাষায় কাজ করেছেন যেমন হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালাম, কন্নড়, বাঙালি, ভোজপুরী, পাঞ্জাবি এবং মারাঠি।
.
বাগী, কিলার, পুলিশ অর মুজরিম, ইালগার, কিং আঙ্কেল, ভারাসুদু, হাসতি, সুহাগ, সুপার পুলিশ, বাসা, মৌনাম, সিটিজেন, পরিনাম, গঙ্গা, মাই পাপ, রাজাঠাকুর ইত্যাদি ছবিতে অভিনয় করেন।
.
ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন সমর্থক ছিলেন তবে তিনি দিল্লিতে কংগ্রেস পার্টির সদস্য হয়ে উঠতে পারেননি, কারণ তিনি দরিদ্র ও দুর্বল শ্রেণির ধর্মনিরপেক্ষতা ও কল্যাণের প্রতি অঙ্গীকার হিসাবে যোগদান করেছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টি  সাধারণ লোকসভা নির্বাচনের জন্য হায়দ্রাবাদ থেকে প্রার্থী হিসেবে মনোনীত হন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

তথ্য সংগ্রেহে – মাসানুর রহমান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*