মুরলীধর দেবীদাস আমতে
জন্মঃ ২৬ ডিসেম্বর ১৯১৪
তিনি একজন ভারতীয় সমাজসেবী। কুষ্ঠ রোগে আক্রান্তদের মানুষদের পুনর্বাসন ও ক্ষমতায়নের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি এবং তার স্ত্রী সাধুনা আমেত ১৯৫০ সালে আনন্দওয়ান নামে এক কুষ্ঠ রোগীদের জন্য একটি সংগঠন শুরু করেছিলেন। এই অগ্রগামী কাজটি অরুজিয়া হিসাবে শুরু হয়েছিল । তিনি পদ্মবিভূষণ, গান্ধী শান্তি পুরস্কার, রমন ম্যাগসেসে পুরস্কার, টেম্পলটন পুরস্কার এবং জামানালাল বাজাজ পুরস্কারে পুরস্কিত হয়েছিলেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
সৈয়দ নুরুল হাসান
(জন্মঃ ২৬ ডিসেম্বর, ১৯২১)
তিনি একজন ভারতীয় ইতিহাসবিদ এবং ভারতের একটি প্রাচীন রাজনীতিবিদ ছিলেন। রাষ্ট্রসভার একজন সদস্য, তিনি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে বিভিন্ন দফতর সামলেছেন। সমাজকল্যাণ ও সংস্কৃতি, ভারত সরকার (১৯৭১-১৯৭৭) এবং বাংলার উড়িষ্যার গভর্নর ছিলেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
============================== ==
তথ্য সংগ্রহেঃ মাসানুর রহমান
Be the first to comment