আজকের দিন

Spread the love

সালমান খান

(ডিসেম্বর ২৭, ১৯৬৫)
তিনি একজন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি বহু হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বলিউড এর সবচেয়ে বড় সুপারস্টারদের মধ্যে অন্যতম ,তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন বিবি হো তো এহসি চলচ্চিত্রে একটি গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে ১৯৮৮-তে। তাঁর অভিনীত প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র ম্যায়নে পিয়ার কিয়া ১৯৮৯ সালে মুক্তি পায়; এজন্যে তিনি ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ নবাগতার পুরস্কার লাভ করেন। এরপর নব্বইয়ের দশকে তিনি বলিউডে বেশ কিছু ব্যবসা সফল হিন্দি চলচ্চিত্র উপহার দেন, যেমন সাজান (১৯৯১), হাম আপকে হ্যায় কউন..! (১৯৯৪), করণ অর্জুন (১৯৯৫), জুড়ুয়া (১৯৯৭), পিয়ার কিয়া তো ডারনা কিয়া (১৯৯৮) বিবি না. ১৯৯৯।বলিউডের সবচেয়ে বেশি ব্যাবসাসফল সিনেমা তার দখলে। এছাড়াও বহু সুপারহিট সিনেমায় তিনি অভিনয় করেন।
.
২০০৮ সালের ১৫ জানুয়ারি লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে চতুর্থ ভারতীয় তারকা হিসেবে সালমান খানের মোমের মূর্তি স্থাপিত হয়।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

বিজয় আরোরা

জন্মঃ ২৭ ডিসেম্বর ১৯৪৪
তিনি একজন হিন্দি চলচ্চিত্র অভিনেতা। মূলত টিভি সিরিয়ালে অভিনয়ের জন্য তিনি পরিচিত। ইয়াদো কি বারাত, রামায়ন ইত্যাদিতে তিনি অভিনয় করেন।
.
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

মির্জা আসাদুল্লাহ খান গালিব

(ডিসেম্বর ২৭ ১৭৭৯ — ফেব্রুয়ারি ১৫ ১৮৬৯)
বৃটিশ ঔপনেবিশক আমলের ভারত উপমহাদেশের চিরায়ত উর্দু এবং ফার্সি কবি। তাঁর সময়কালে মোঘল সাম্রাজ্য তার ঔজ্জ্বল্য হারায় এবং শেষে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়, তিনি তার লেখায় এ ঘটনা বর্ণনা করেছেন। মহাবিদ্রোহের সময়কার তার সেই দিনলিপির নাম ‘দাস্তাম্বু’। তিনি জীবনকালে বেশ কয়েকটি গজল রচনা করেছিলেন যা পরবর্তীতে বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে গেয়েছেন। দক্ষিণ এশিয়ায় তাকে উর্দু ভাষার সবচেয়ে প্রভাবশালী কবি বলে মনে করা হয়। আজও শুধু ভারত বা পাকিস্তানে নয় সাড়া বিশ্বেই মির্জা গালিবের জনপ্রিয়তা রয়েছে।
.
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

তথ্য সংগ্রহেঃ মাসানুর রহমান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*