সিদ্ধার্থ বসু
জন্মঃ ২৮ শে ডিসেম্বর ১৯৫৪
তিনি একজন ভারতীয় টেলিভিশন প্রযোজক, পরিচালক এবং ক্যুইজ শো হোস্ট।
.
কুইজ টাইম, মাস্টারমাইন্ড ইন্ডিয়া এবং ইউনিভার্সিটি চ্যালেঞ্জের মতো অনুষ্ঠান উপস্থাপনের জন্য তিনি অত্যন্ত পরিচিত। এবং কৌন বনেগা ক্রোড়পটি, দস কা দম, ঝালক ডিমলা জা এবং ভারতের গোট প্রতিভাের মতো অনুষ্ঠানগুলির প্রযোজক পরিচালক হিসাবে।
টেলিভিশন প্রডাকশন হাউস বিগ সিনিরিজের প্রতিষ্ঠাতা-পরিচালক, তিনি এখন কোম্পানীর একজন সৃজনশীল পরামর্শদাতা।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
অরুণ জেটলি
(জন্ম ২৮ ডিসেম্বর, ১৯৫২)
তিনি হলেন ভারতের বর্তমান কেন্দ্রীয় ক্যাবিনেটের অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী। তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য। তিনি অতীতে জাতীয় গণতান্ত্রিক জোট মন্ত্রিসভায় (১৯৯৮-২০০৪) ভারতের শিল্প ও বাণিজ্য ও আইন মন্ত্রী ছিলেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে তিনি অমৃতসর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের কাছে পরাজিত হন। ২৬শে মে ২০১৪ তিনি মোদী সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন।
ধীরজলাল হীরাচন্দ অম্বানী
(২৮ ডিসেম্বর, ১৯৩২, – ৬ জুলাই ২০০২),
যিনি ধীরুভাই নামেই খ্যাত। তিনি হলেন একজন ভারতীয় শিল্পপতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে জানা শ্রদ্ধাঞ্জলি।
এ.কে এন্টনি
(জন্ম: ২৮ শে ডিসেম্বর, ১৯৪০)
তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং বর্তমানে সংসদের সদস্য, রাজ্যসভা (পঞ্চমবার)। কেরালা রাজ্যের প্রতিনিধিত্বকারী হিসেবে পরিচিত। বর্তমানে তিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির শৃঙ্খলা রক্ষাকারী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
তথ্য সংগ্রহেঃ মাসানুর রহমান
Be the first to comment