উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
জন্মঃ ২৯ ডিসেম্বর ১৯৪৪
তিনি ছিলেন একজন আইনজীবি ও রাজনীতিবিদ।
কলকাতার দক্ষিণ শহরতলী খিদিরপুরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা উকিল হলেও উমেশচন্দ্রকে লেখাপড়ার জন্যে ইংল্যান্ডে পাঠানোর মতো ভালো আর্থিক অবস্থা তাঁর ছিল না। উমেশচন্দ্র তাঁর পিতার বন্ধু ককরেল স্মিথের সাহায্য নিয়ে ১৮৬৪ সালে রুস্তমজী জামশেদজী জিজিবাই বৃত্তি পেয়ে ইংল্যান্ডে আইন অধ্যয়ন করতে যান। ১৮৬৭ সালের জুন মাসে তিনি ব্যারিস্টার হন এবং তার প্রায় দেড় বছর পরে কলকাতায় ফিরে ১৮৬৮ সালের নভেম্বর মাসে কলকাতা হাইকোর্টে আইন-ব্যবসা আরম্ভ করেন।
লন্ডনে থাকার সময়েই তিনি তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রদর্শন করেন। দাদাভাই নওরোজির সহায়তার সেখানে তিনি ভারতীয়দের জন্যে একটি সমিতি গঠন করেন। পরে ১৮৭৬ সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপনে তিনি তাঁর বন্ধু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেন। এটি ছিল ভারতবর্ষের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। ভারতীয় জাতীয় কংগ্রেস (১৮৮৫) প্রতিষ্ঠায়ও তিনি সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি মনোনীত হন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
রাজেশ খান্না
(জন্ম: ২৯ ডিসেম্বর ১৯৪২ – মৃত্যু: ১৮ জুলাই ২০১২) তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম ব্যক্তিত্ব তথা উজ্জ্বল নক্ষত্রবিশেষ। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা ও রাজনীতিবিদ ছিলেন। তাঁকে প্রথম-শ্রেণীর চিত্রতারকা বা ফার্স্ট সুপারস্টার নামে আখ্যায়িত করা হয়। এছাড়াও, ভারতীয় চলচ্চিত্র জগতের প্রকৃত সুপারস্টার হিসেবেও পরিচিত ছিলেন তিনি। পরপর ১৫টি সফল চলচ্চিত্রে অভিনয় করে তিনি এ সকল উপাধি লাভ করেন, যা অদ্যাবধি বহাল তবিয়তে টিকে রয়েছে। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শক্তি সামন্তের আরাধনা চলচ্চিত্রে সহজাত অভিনয় করে তিনি বলিউড জগতে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেন। এছাড়াও, তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে – আনন্দ, কাটি পতঙ্গ, সফর, সাচা ঝুটা, রাজা রাণী, বাওয়ারর্চি, অমর প্রেম ইত্যাদি।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
টুইঙ্কল খান্না বা টিনা যতীন খান্না
(জন্ম- ২৯ ডিসেম্বর, ১৯৭৪)
তিনি একজন চলচ্চিত্র প্রযোজক ও প্রাক্তন বলিউড ও তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী। খান্না ১৯৯৫ সালে বারসাত চলচ্চিত্রের জন্য সেরা নবাগত নারী চরিত্রের জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার জয় করেন। তিনি বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী এবং সাবেক অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া ও প্রয়াত অভিনেতা রাজেশ খান্নার মেয়ে। ২০০১ সালে চলচ্চিত্র শিল্প থেকে বিদায় নেয়ার পর খান্না ইন্টেরিয়র ব্যবসায় মনোনিবেশ করেন এবং বর্তমানে তিনি দ্য হোয়াইট উইন্ডোজ নামের প্রতিষ্ঠানের অংশীদার।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন।
কুভেম্পু
(কুপ্পালি ভেঙ্কাথাপ্পা পুত্তাপ্পা)
জন্মঃ ২৯ ডিসেম্বর ১৯০৪
তিনি ছিলেন একজন ভারতীয় ঔপন্যাসিক, কবি, নাট্যকার, সমালোচক এবং চিন্তাবিদ ছিলেন। বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কন্নড় কবি হিসেবে তিনি ব্যাপকভাবে গণ্য। তিনি কন্নড় লেখকগণের মধ্যে প্রথম যিনি সম্মানিয় জননপিঠ পুরষ্কারে ভূষিত হয়েছিলেন।
.
কন্নড় সাহিত্যে তাঁর অবদানের জন্য, কর্ণাটক সরকার তাঁকে ১৯৫৮ সালে সম্মানসূচক রাষ্ট্রকবি (“জাতীয় কবি”) এবং ১৯৯৫ সালে কর্ণাটক রত্ন (“কর্ণাটকের রত্ন”) সম্মানে সম্মানিত করেন। তাঁর লেখা এবং “ইউনিভার্সাল হিউম্যানিজম” তাঁর অবদানে তাঁকে আধুনিক ভারতীয় সাহিত্যে একটি অনন্য স্থান দেয়। তিনি ১৯৮৮ সালে ভারত সরকার পদ্মবিভূষণকে ভূষিত করেছিলেন। তিনি কর্ণাটক রাজ্যের অ্যানথেম লেখেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
=================================================================
তথ্য সংগ্রহেঃ মাসানুর রহমান
Be the first to comment