লক্ষ্মণ শিভারামকৃষ্ণন
(জন্ম ৩১ ডিসেম্বর, ১৯৬৫),
তিনি শিভা ও এল.এস. নামে পরিচিত একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, একজন ডান হাতি লেগ স্পিনার ছিলেন। বর্তমানে শিভারামকৃষ্ণন একজন ক্রিকেট কমেন্টার যিনি ১২ ই নভেম্বর, ২০০০ তারিখে ভারত বনাম বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেটে তার কমেন্ট্রি ক্যারিয়ার শুরু করেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট কমিটির খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবেও কাজ করেন।
শিবা ইংল্যান্ডের বিরুদ্ধে বম্বেতে প্রথম টেস্টে অভিষেক ঘটান। তাঁর প্রথম উইকেটটি ছিল গ্রায়েম ফাউলার। সেই ম্যাচে দুই ইনিংসে শিভা ৬৪ রানে ৬ উইকেটে এবং ১১৭ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে ৮ উইকেটে জিতিয়েছিলেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন
===============================================================================
অমৃতসর গোবিন্দসিং মিল্খা সিং
জন্ম: ৩১ ডিসেম্বর, ১৯৪১ – মৃত্যু: ১০ নভেম্বর, ২০১৭
তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের মাদ্রাজে জন্মগ্রহণকারী প্রথিতযশা ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ফিল্ডার হিসেবেও তাঁর যথেষ্ট সুনাম ছিল। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে তামিলনাড়ুর প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ আকর্ষণীয় ভঙ্গীমার অধিকারী বামহাতি মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, দলের প্রয়োজনে মাঝে-মধ্যে ডানহাতে মিডিয়াম পেস বোলার হিসেবে খেলতেন এ. জি. মিল্খা সিং।
খেলায় অংশগ্রহণের জন্য কোনরূপ অর্থ পেতেন না। আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে ১৯৬২ সালে ভারতীয় স্টেট ব্যাংকে চাকুরী গ্রহণ করেন। ষাটের দশকের শেষার্ধ্ব থেকে শুরু করে সত্তরের দশকের শুরুর দিক পর্যন্ত সাবেক লেগ স্পিনার ভিভি কুমারসহ ভারতীয় স্টেট ব্যাংক দলের প্রধান সদস্য ছিলেন তিনি।
সমগ্র খেলোয়াড়ী জীবনে ভারত দলের পক্ষে দুই বছরেরও কম সময়ের মধ্যে চার টেস্টে অংশগ্রহণের সুযোগ পান তিনি। অষ্টাদশ জন্মদিনের অল্প কিছুদিন পরই ১৯৫৯-৬০ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষিক্ত হন মিল্খা সিং। ১৯৬০-৬১ মৌসুমে পাকিস্তান সফরে যান ও ১৯৬১-৬২ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্টে অংশগ্রহণ করেন তিনি। তন্মধ্যে, ইংল্যান্ডের বিপক্ষে তিনিসহ বড় ভাই এ. জি. কৃপাল সিং ও বমন কুমার অংশ নিয়েছিলেন যা তিনজন তামিলনাড়ুর খেলোয়াড়ের একযোগে অংশগ্রহণের একমাত্র ঘটনা ছিল। ওয়েস হল ও সনি রামাদিনের ন্যায় বোলারদের বিপক্ষে দৃঢ়চিত্তে প্রতিরোধ গড়ে তুলেন তিনি। সর্বশেষ টেস্টে অংশগ্রহণকালীন তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। ২০ বছর পূর্তির আগেই টেস্ট খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে।
১০ নভেম্বর, ২০১৭ তারিখে ৭৬ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধের কারণে চেন্নাইয়ে তাঁর দেহাবসান ঘটে।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন
================================================================================
সোহিনী পাল
জন্মঃ ৩১ ডিসেম্বর ১৯৮৬
তিনি একজন বাঙালী অভিনেত্রী। কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি অভিনেতা তাপস পালের মেয়ে।
.
তিনি বো ব্যরাকস ফরএভার, জ্যাকপট, একটি মেয়ে তমসী, অটোগ্রাফ ইত্যাদি ছবিতে অভিনয় করেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন।
এক মরসুমে অস্ট্রেলিয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি সর্বোচ্চ উইকেট প্রাপ্তি হিসেবে সমাপ্ত করেন। তাঁর স্মরনীয় উইকেট প্রাপ্তির মধ্যে জাভেদ মিয়াদাদের মত বিশ্বমানে ব্যাটসম্যানও ছিলো।
================================================================================
জন ডাট্টন ফ্রস্ট
জন্মঃ ৩১ ডিসেম্বর ১৯১২
তিনি ছিলেন মেজর জেনারেল। ব্রিটিশ সেনাবাহিনীতে তিনি ছিলেন এয়ারব্রোন অফিসার। এবং বিমান বাহিনীর গোষ্ঠীর নেতা হিসাবে তিনি বিশেষ পরিচিত ছিলেন। ১৯৬৮ সাল পর্যন্ত তিনি কর্মরত ছিলেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
Be the first to comment