জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)
মেষ – কর্ম জটিলতা, অসাফল্য, চক্রান্তের শিকার হতে পারেন।
বৃষ – সম্পত্তি হানি। আত্মীয় বিবাস। হামলার ভয়।
মিথুন – বৃত্তিমূলক কর্মে সাফল্য। সামাজিক কাজে যোগদান।
কর্কট – আবেগ প্রবণতা। প্রেমে হতাশা। বদনামের ভয়।
সিংহ – বিদ্যায় বিশেষ সফলতা। বিদেশের ভ্রমণ। সম্মানবৃদ্ধি।
কন্যা – চিকিৎসা বিভ্রাট, শারীরিক কষ্টভোগ। অসুস্থতা জটিলতা।
তুলা – যানবাহন লাভ। সম্পত্তি প্রাপ্তি। বৃত্তিতে সফলতা।
বৃশ্চিক – মাতার সাথে মতবিরোধ। পারিবারিক অশান্তি। মানসিক চাপ।
ধনু – নিকট ভ্রমণ। নতুন বন্ধুলাভ। আনন্দ ও শান্তি।
মকর – বাদানুবাদ। বন্ধুর সাথে সম্পর্কের অবনতি। দুঃখবোধ।
কুম্ভ – বকেয়া টাকা ফেরত। লটারী বা ফাটকায় লাভ। অর্থাগম।
মীন – সহকর্মীর ব্যবহারে দুঃখবোধ, প্রতারণা। আর্থিক জরিমানা।
Be the first to comment