আজকের দিন

Spread the love

পরিতোষ সেন

জন্মদিন : ১৮ অক্টোবর ১৯১৮

একজন ভারতীয় চিত্রশিল্পী। তিনি বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৪২ খ্রিস্টাব্দে তিনি আধুনিকতাবাদী কলকাতা গ্রুপ-এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ফ্রান্সের নামকরা শিল্পকলা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে তিনি অধ্যয়ন করেন, যেমন আকাদেমি আঁদ্রে লোত, আকাদেমি দ্য লা গ্রঁদ শমিয়ের, একোল দে বোজাখ এবং প্যারিসের একোল দু লুভ্র্‌।

ভারতে ফেরার পর তিনি প্রথমে বিহারে শিক্ষকতা করেন, পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। পরিতোষ সেন যাদবপুরে অবস্থিত মুদ্রণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ‘দ্য রিজিয়োনাল ইন্সটিটিউট অব প্রিন্টিং টেকনোলজি’তে অনেক বছর ডিজাইন অ্যান্ড লে-আউটের শিক্ষক ছিলেন।

১৯৭৭-৭৮ খ্রিস্টাব্দে তিনি আমেরিকায় অ্যাসোসিয়েট লেকচারার হয়ে চলে যান। ১৯৬৯ খ্রিস্টাব্দে তিনি ডিজাইনিং ও টাইপফেস শেখার জন্যে ফরাসি ফেলোশিপ লাভ করেন। ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রের রকাফেলার ফেলোশিপ জিতেন। তিনি ভারত ও বহির্বিশ্বে প্রচুর প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এদের মধ্যে রয়েছে : মাদার টেরেসা সরণির (পার্ক স্ট্রিট) কাছে ব্রিটিশ পেইন্টসের (বার্জার পেইন্টস) অডিটোরিয়ামে।

পরিতোষ সেন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের ভক্ত ছিলেন। কলকাতায় উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে, বিশেষ করে সেতারের অনুষ্ঠানে রবিশঙ্কর, ইমরাত খান, নিখিল বন্দ্যোপাধ্যায় প্রমুখের সেতারবাদন তাঁর পছন্দের বিষয় ছিল। জন্মদিনে রোজদিন-এর শ্রদ্ধা।

ওম রাজেশ পুরি ওবিই

জন্মদিন : ১৮ অক্টোবর ১৯৫০

পাঞ্জাবের পাতিওয়ালায় জন্মগ্রহণ করেন। তিনি  ছিলেন একজন ভারতীয় অভিনেতা যিনি মূলত ভারতীয় এবং ব্রিটিশ মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। এ ছাড়াও তিনি মুক্তধারার চলচ্চিত্র, আর্ট ফিল্ম এবং হলিউডে অসাধারণ অভিনয়ের খ্যাতি রয়েছে। তিনি সর্বাধিক ৪ বার ভারতীয় বেসামরিক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন।

তাঁর পিতা রেলওয়ে এবং ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ওম পুরি পুণের ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ১৯৭৩ সালে ন্যাশনাল স্কুল অব ড্রামার একজন প্রাক্তন ছাত্র ছিলেন; যেখানে অপর আরেক খ্যাতনামা অভিনেতা নাসিরুদ্দিন শাহ্ তার সহপাঠী ছিলেন।

চলচ্চিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হল— ঘশিরাম কতোয়াল, গোধুলী, তাব্বালিয়ু নিনাদে মাগানে (কন্নড়, ভুমিকা, অরবিন্দ দেশাই কি আজিব দাস্তান, আক্রোশ, সাদগাতি, গান্ধি, বিজেতা, চান পরদেশী (পাঞ্জাবি), আরোহন ইত্যাদি।

ফিল্মফেয়ার, জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, শ্রেষ্ঠ অভিনেতা, পদ্মশ্রী, বাফটা পুরস্কার, আজীবন সম্মাননা পুরস্কার প্রভৃতিতে তিনি সম্মানিত হয়েছেন। ৬ জানুয়ারি, ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাই- মহারাষ্ট্রে ৬৬ বছর বয়সে প্রয়াত হন এই প্রতিভাবান অভিনেতা। জন্মদিনে রোজদিন-এর শ্রদ্ধা।

নীল মাধব পান্ডা

জন্মদিন : ১৮ অক্টোবর ১৯৭৩

তিনি ওড়িশার শোনপুরে জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক স্তরে তিনি বহু প্রশংসিত একজন সিনেমা পরিচালক ও প্রযোজক। তিনি নানান গুরুত্বপূর্ণ বিষয়কে তাঁর সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলেন। শিশুশ্রম, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, জল এ ছাড়াও বহু তথ্যাদিকে সিনেমার রূপ দিয়েছেন। সামাজের বিভিন্ন অবস্থাকে তিনি রূপদান দিয়েছেন তাঁর সিনেমার মাধ্যমে।

তাঁর খ্যাতনামা সিনেমা “‘I am Kalam”-র জন্য তিনি ৩২টি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড ও একটি জাতীয় অ্যাওয়ার্ড পেয়েছেন। তাঁর সিনেমাগুলি হল Jalpari, babloo happy hai, Kaun Kitney paani main, ইত্যাদি।

তিনি বহু পুরস্কারে পুরস্কিত হয়েছেন যেমন, Viewers’ Choice award at IFFLA, 2011, Best Feature Film in Chicago International Children’s Film Festival, 2011 People’s Choice Award at the Montreal International Children’s Film Festival, 2011 Best Feature Film award at Silent River Film Festival (SRFF), California, 2011 Best Director award at Silent River Film Festival (SRFF), California, 2011 Best Child Actor award at Silent River Film Festival (SRFF), California, 2011 Winner of “The Don Quixote Prize” of the International Cine Club Federations at the Lucas International Film Festival, Germany, 2010 Winner of “Best feature film” at the Lucas International Film Festival, Frankfurt 2010 এ ছাড়াও আরও অনেক। জন্মদিনে রোজদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*