টিপু সুলতান
(জন্ম: ২০ নভেম্বর, ১৭৫০ – মৃত্যু: ৪ মে, ১৭৯৯) ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা। তিনিএকজন বীর যোদ্ধা ছিলেন। ইংরেজদের বিরুদ্ধে তিনি বীরত্ব সহকারে যুদ্ধ করেন। তিনি তাঁর শৌর্যবীর্যের কারণে শের-ই-মহীশূর (মহীশূরের বাঘ) নামে পরিচিত ছিলেন।
.
দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের শাসক ছিলেন টিপু সুলতান৷ পিতা হায়দার আলী মহীশূর রাজ্যের সেনাপতি ছিলেন৷ শ্রীরঙ্গপত্তনম গ্রামে কাবেরী নদীর একটি ব-দ্বীপে নির্মিত একটি দূর্গ থেকে রাজ্য শাসন করতেন৷ বর্তমানে শ্রীরঙ্গপত্তনম গ্রাম দক্ষিণ ভারতের কর্ণটক রাজ্যের মান্ডিয়া জেলার অন্তর্গত৷ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সঙ্গে যুদ্ধে ১৭৯৯ খ্রিস্টাব্দে নিহত হন।
.
তাঁর অসাধারণ ক্ষীপ্রতা, দক্ষতা, বুদ্ধিমত্তা আর কৌশলপূর্ণ রাজ্য পরিচালনা – বাবার সুযোগ্য উত্তরসূরি ছিলেন টিপু সুলতান। বাবা হায়দার, ১৭৪৯ খ্রিস্টাব্দে টিপু নামে এক ফকিরের দোয়ায় এক পুত্রসন্তান লাভ করেন এবং আনন্দচিত্তে ঐ ফকিরের নামেই ছেলের নাম রাখেন। মহীশূরের স্থানীয় ভাষায় (কানাড়ী ভাষা) শব্দের অর্থ হলো বাঘ। হয়তো তাঁকে শের-ই-মহীশূর ডাকার পিছনে এটাও একটা কারণ ছিলো।
.
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে জানাই শ্রদ্ধা।
রাজকুমার হিরানি
জন্মঃ ২০ নভেম্বর ১৯৬২
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক। তিনি এক জনপ্রিয় পরিচালক রূপে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। কলেজ জীবনে তিনি হিন্দি থিয়েটারের সাথে বিশেষভাবে যুক্ত ছিলেন। তিনি হিন্দি সিনেমার অভিনেতা হতে চেয়েছিলেন।
.
তিনি মুন্না ভাই এম বি বি এস, লগে রাহো মুন্নাভাই, থ্রী ইডিয়টস, পিকে, শালা খাড়ুস, সিনেমাগুলোর মধ্য দিয়ে পরিচালক হিসাবে তিনি দুর্দান্ত সাফল্য পান ও দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা।
শিল্পা শিরোধকার
জন্মঃ ২০ নভেম্বর ১৯৭৯
তিনি একজন ভারতীয় অভিনেত্রী। ১৯৮৯ – ২০০০ সাল পর্যন্ত তিনি বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করেন। আবার ১৩ বছর পর তিনি জিটিভি তে এক মুট্ঠী আসমান নামক সিরিয়ালে অভিনয়ের মধ্যে ফিরে আসেন।
.
ঘর কি লক্ষী, কিষান কানহাইয়া, হাম, ত্রিনেত্র, যোদ্ধা, তিলক, বেওয়াফা সানাম, অপরাধী, পেহচান, আঁখে, খুদা গাওয়া, গোপী কিষেন, হিটলার, জয়হিন্দ ইত্যাদি সিনেমায় অভিনয় করেন।
.
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভেচ্ছা।
শালিনী কুমার
(জন্মঃ ২০ নভেম্বর ১৯৮০)
শালিনী অজিত শালিনী নামে পরিচিত এক ভারতীয় অভিনেত্রী। তিনি তিন বছর বয়সে মালায়ালাম সিনেমা Ente Mamattikkuttiyammakku- তে শিশু চরিত্রে অভিনয় করেন। অনেক সিনেমায় শিশু চরিত্রে অভিনয় করার জন্য তাঁকে বেবি শালিনী বলা হত। কিছুবছর পর তিনি অনিয়াত্তি প্রভু ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন। ছবিটি ব্লকবাস্টার হিট হয়।
.
তিনি তামিল সিনেমা নিরম, অমরকালাম, পিরিয়াদা ভারম ভেন্দম, তে অভিনয় করেন। তিনি তামিল অভিনেতা অজিত কুমারকে বিবাহ করেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment