আজকের দিন

Spread the love

প্রত্যেকটি সূর্যোদয় একটি নতুন দিনের সূচনা করে। প্রত্যেকটি দিনেরই আলাদা মাহাত্ম্য আছে। রোজদিনের আজকের দিন বিভাগে আমরা এই দিনে জন্মগ্রহণ করা বিখ্যাত ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনপঞ্জি তুলে ধরব। আবার অনেকের জীবনাবসানও হয়েছে এইদিনে। সেই দিনটিও আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। আসলে কোনওকিছুর অবসান তো নতুন কিছুর সূচনা করে। তাই কোনও স্বনামধন্য ব্যক্তির জন্মদিন ও মৃত্যুদিন এই দুটিকেই আমরা আজকের দিন বিভাগে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব। আজ ৩ অক্টোবর ২০১৭ এই বিভাগের ১ম লেখা প্রকাশিত হচ্ছে।

প্রতিমা বড়ুয়া পাণ্ডে

জন্মদিন : ৩ অক্টোবর ১৯৩৪, স্থান- কলকাতা

পদ্মশ্রী প্রাপক প্রতিমা বড়ুয়া ছিলেন একজন বিখ্যাত লোকসংগীতশিল্পী। তিনি আসামের ধূবড়ি জেলার গাড়ুইপুরের রাজবাড়ির কন্যা ছিলেন। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রমথেশ বড়ুয়ার আত্মীয়া প্রতিমার জনপ্রিয় গানগুলি হলো, ‘আজি দাঁড়াও কালা’, ‘হস্তির কন্যা’, ‘কমলা সুন্দরী নাচে’ ‘মাটির মানুষ’। তাঁকে নিয়ে পরিচালক প্রবীণ হাজারিকা একটি ডকুমেন্টারি তৈরি করেছিলেন, যার নাম ছিল ‘হস্তির কন্যা’। এই ডকুমেন্টারিটি জাতীয় পুরস্কার পেয়েছিল।

শুটে ব্যানার্জি

জন্মদিন : ৩ অক্টোবর ১৯১১, স্থান- কলকাতা

শুটে ব্যানার্জি ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন ১৯৪৯ সালের ৪ ফেব্রুয়ারি। সরকারিভাবে একটিমাত্র টেস্ট খেললেও বেসরকারি হিসেবে আরও পাঁচটি টেস্ট ম্যাচ খেলেন এই বিখ্যাত ক্রিকেটার। একজন ডানহাতি মিডিয়াম পেসার যাঁর ব্যাটের হাতটিও খারাপ ছিল না। জীবনের শুরু তিনি বাংলার রনজি দলে করলেও পরবর্তীকালে বিহারের হয়ে প্রতিনিধিত্ব করেন। ক্রিকেট জীবনের শেষ দিকে তিনি মধ্যপ্রদেশের হয়ে রনজি খেলেন।

 

কাদম্বিনী গাঙ্গুলি

মৃত্যুদিন : ৩ অক্টোবর ১৯২৩, স্থান- ভাগলপুর

ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা গ্র্যাজুয়েট ও ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। ১৮৮৬ সালে বহু প্রতিকূলতার মধ্য দিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। তারপর তিনি ১৮৯২ সালে ইংল্যান্ডে যান উচ্চশিক্ষার জন্য। ভারতে ফেরার পরে লেডি ডাফরিন হাসপাতালে কিছুদিন চাকরি করেন। ডাক্তার হিসেবে তাঁর যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। ১৮৮৩ সালে তিনি বিবাহ করেন সমাজ সংস্কারক দ্বারকানাথ গাঙ্গুলিকে। তাঁরা দু-জনে মিলে সমাজসেবায় আত্মনিয়োগ করেন। ১৮৮৯ সালে ৬ জন মহিলার মধ্যে তিনি অন্যতম ছিলেন ভারতের জাতীয় কংগ্রেস কমিটিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*