আজকের দিন

Spread the love

শক্তি চট্টোপাধ্যায়

(জন্ম: নভেম্বর ২৫, ১৯৩৪ – মৃত্যু: মার্চ ২৩, ১৯৯৫) জীবনানন্দ-উত্তর যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি। বাঙালি-ভারতীয় এই কবি বিংশ শতাব্দীর শেষ ভাগে বিশেষভাবে পরিচিত এবং আলোচিত ছিলেন।
প্রথম উপন্যাস লেখেন কুয়োতলা। কিন্তু কলেজ – জীবনের বন্ধু সমীর রায়চৌধুরীর সঙ্গে তাঁর বনাঞ্চল – কুটির চাইবাসায় আড়াই বছর থাকার সময়ে শক্তি চট্টোপাধ্যায় একজন সফল লিরিকাল কবিতে পরিণত হন। একই দিনে বেশ কয়েকটি কবিতা লিখে ফেলার অভ্যাস গড়ে ফেলেন তিনি। শক্তি নিজের কবিতাকে বলতেন পদ্য। ভারবি প্রকাশনায় কাজ করার সূত্রে তার শ্রেষ্ঠ কবিতার সিরিজ বের হয়। পঞ্চাশের দশকে কবিদের মুখপত্র কৃত্তিবাস পত্রিকার অন্যতম কবি হিসেবে প্রতিষ্ঠিত হন। তার উপন্যাস অবনী বাড়ি আছো? দাঁড়াবার জায়গা ইত্যাদি প্রকাশিত হয়। রূপচাঁদ পক্ষী ছদ্মনামে অনেক ফিচার লিখেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘হে প্রেম, হে নৈশব্দ’ ১৯৬১ সালে প্রকাশিত হয় দেবকুমার বসুর চেষ্টায়। ১৯৭০ – ১৯৯৪ আনন্দবাজার পত্রিকায় চাকরি করেছেন।
হে প্রেম হে নৈঃশব্দ্য (১৯৬২), ধর্মে আছো জিরাফেও আছো (১৯৬৭), সোণার মাছি খুন করেছি (১৯৬৮), অন্ধকার নক্ষত্রবীথি তুমি অন্ধকার (১৯৬৮), হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান (১৯৬৯), চতুর্দশপদী কবিতাবলী (১৯৭০), পাড়ের কাঁথা মাটির বাড়ি (১৯৭১), প্রভু নষ্ট হয়ে যাই (১৯৭২), সুখে আছি (১৯৭৪), ঈশ্বর থাকেন জলে (১৯৭৫), অস্ত্রের গৌরবহীন একা (১৯৭৫), জ্বলন্ত রুমাল (১৯৭৫) ইত্যাদি তাঁর সৃষ্টি।
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাি শ্রদ্ধাঞ্জলি।

দেবকী বসু

(২৫শে নভেম্বর ১৮৯৮  )
তিনি দেবকী কুমার বসু নামেও পরিচিত, বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক, অভিনেতা ছিলেন। তিনি ২৫ নভেম্বর, ১৮৯৮ সালে আকালপৌষ, বর্ধমান, বাংলা, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে ১৭ নভেম্বর, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে মারা যান। তিনি ভারতীয় সিনেমায় শব্দ এবং সঙ্গীতের উদ্ভাবনী ব্যবহারের জন্য সুপরিচিত। তিনি প্রথমে ধীরেন্দ্রনাথ গাঙ্গুলীর ব্রিটিশ ডমিনিয়ন ফিল্মসের অধীনে কাজ শুরু করেন এবং পরে প্রমথেশ বরুয়ার বরুয়া ফিল্মস এবং সবশেষে ১৯৩২ সালে তিনি নিউ থিয়েটার্স -এ যোগ দেন। তিনি ১৯৪৫ সালে নিজের প্রযোজনা সংস্থা খোলেন, যার নাম দেবকী প্রোডাকশন্স।
দেবকী বসু তার সময়ে সেরা ভারতীয় চলচ্চিত্র পরিচালক ছিলেন। তার সময়ে, অনেক বাংলা সিনেমা হিন্দি এমনকি মারাঠি এবং তামিল ভাষায় মুক্তি পেয়েছিল। চণ্ডিদাস(১৯৩২), তার পরিচালি চলচ্চিত্রে প্রথম নেপথ্য সঙ্গীত যুক্ত হয়, সঙ্গীত পরিচালক ছিলেন রাইচাঁদ বড়াল, যিনি আর.সি. বড়াল নামেও পরিচিত।
সীতা (১৯৩৪), ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানির ব্যানারে নির্মিত চলচ্চিত্র, এটি প্রথম ভারতীয় চলচ্চিত্র, যেটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। তিনি প্রথম ভারতীয় পরিচালক যিনি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। সাগর সঙ্গমে (১৯৫৯) ৯ম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার বিভাগে মনোনীত হয় (১৯৫৯) এই চলচ্চিত্রটি ১৯৫৯ সালে ৬ষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে এছাড়াও অর্ঘ (১৯৬১)। তিনি ১৯৫৭ সালে সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার লাভ করেন এবং ১৯৫৮ সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন।
এছাড়াও তাঁর বহু চলচ্চিত্র বিশেষ খ্যাতি লাভ করে।
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধা।

ঝুলন গোস্বামী

(জন্মঃ ২৫ নভেম্বর ১৯৮২, নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত) হলেন একজন অল-রাউন্ডার ক্রিকেটার যিনি ভারতের জাতীয় মহিলা ক্রিকেটে দল, বেঙ্গল উমেন, ইস্ট জোন উমেন এবং এশিয়ান উমেন এলেভেন দলের হয়ে ক্রিকেট খেলেন।
দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঝুলন তার ব্যাটিং ও বোলিং (ডান হাত মাঝারি) উভয়েরই উল্লেখযোগ্য ক্ষমতা রয়েছে। তার টেস্ট বোলিং এভারেজ ২০ এরও কম। ২০০৬-০৭ মৌসুমে তিনি ইংল্যান্ডে বিরুদ্ধ প্রথম টেস্ট সিরিজ জয়ে ভারতীয় দলের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

রূপা গাঙ্গুলী

(জন্মঃ ২৫ ডিসেম্বর, ১৯৬৬) হলেন একজন ভারতীয় অভিনেত্রী, নেপথ্য গায়িকা ও সাংসদ। এই অপূর্ব সুন্দরী অভিনেত্রী ভারতীয় সমান্তরাল ছায়াছবির অন্যতম প্রধান মুখ এবং মৃণাল সেন, অপর্ণা সেন, গৌতম ঘোষ ও ঋতুপর্ণ ঘোষের মত প্রখ্যাত পরিচালকদের ছবিতে অভিনয় করেছেন।
তিনি সাহেব, সওগাদ, বিরোধী, নিশ্চয়, গোপালা, দিগন্ত, অনাম্নি অঙ্গনা, নাগরদোলা, শূন্য এ বুকে, এক মুঠো ছবি, লাক, জানি দেখা হবে,  অবশেষে, বরফী, নামতে নামতে, পুনশ্চ, হাফ সিরিয়াস, নাটকরে মতো, আরশিনগর, আসবো আর একদিন, হেমলক সোসাইটি, ছাড়াও টেলিভিশনের বহু সিরিয়ালে অভিনয় করেছেন। গনদেবতা, মহাভারত, সুকন্যা ইত্যাদিতে তিনি অভিনয় করেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

রাখী সাওয়ান্ত

জন্মঃ ২৫শে নভেম্বর ১৯৭৮
তিনি একজন ভারতীয় অভিনেত্রী, মডেল। অনেক হিন্দি, মারাঠী, কানাডা, সিনেমায় তিনি অভিনয় করেছেন। জনপ্রিয় হিন্দি টিভি শো বিগ বস- এও তিনি অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি রাষ্ট্রীয় আম পার্টির সঙ্গে যুক্ত ছিলেন নির্বাচনের পরে তিনি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সাথে যোগ দেন।
অগ্নিচক্র, কুরুক্ষেত্র, জুরু কা গোলাম, জিস দেশ মে গঙ্গা রাহতা হ্যায়, দম, ওম, ব্যাড বয়েজ, পত, মুম্বাই এক্সপ্রেস, ইত্যাদি সহ বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

 

তথ্য সংগ্রহেঃ মাসানুর রহমান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*