প্রতীক বব্বর
(জন্ম ২৮ নভেম্বর, ১৯৮৬) তিনি হলেন একজন ভারতীয় অভিনেতা। তিনি অভিনেত্রী স্মিতা পাটিল এবং অভিনেতা-রাজনীতিবিদ রাজ বব্বরের পুত্র।
আমির খান প্রযোজিত জানে তু ইয়া জানে না ছবিতে প্রতীক বব্বর প্রথম অভিনয় করেন। ছবিটি বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করেছিল। এরপর তিনি কিরণ রাওয়ের ধোবি ঘাট ছবিতে অভিনয় করেন। এই ছবিটি সারা বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সমালোচকদের দ্বারা প্রশংসা অর্জন করে।
দম মারো দম, আরক্ষণ, এক দিওয়ানা থা, ইসাক, রাম পাম পোজ, ইসাক ইত্যাদি সিনেমায় অভিনয় করেন। রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুব জন্মদিন।
এষা গুপ্ত
জন্মঃ ২৮ শে নভেম্বর ১৯৮৫
তিনি একজন ভারতীয় অভিনেত্রী, মডেল, এবং তিনি ২০০৭ সালে মিস ইন্ডিয়া ইন্টারন্যাশানাল টাইটেল বিজেতা। হিন্দি সিনেমার মধ্য দিয়ে তাঁর কেরিয়ার প্রতিষ্ঠিত করেন। তিনি রাজ থ্রী ডি, জন্নত ২, গোরী তেরে পিয়ার মে, হামসাকলস, বেবি, রুস্তম, কম্যান্ডো ২, আঁখে ২, হেরা ফেরি ৩ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment