আজ রাজ্যে চতুর্থ দফার ভোট, ৫ জেলার ৪৪টি আসনে শুরু ভোটগ্রহণ

Spread the love

আজ রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ। কলকাতার একাংশ-সহ ৫ জেলার ৪৪টি আসনে ভোটগ্রহণ । হাওড়ার ৯টি, আলিপুরদুয়ারের ৫টি, কোচবিহারের ৯টি, দক্ষিণ ২৪ পরগনার ১১টি ও হুগলির ১০টি আসনে ভোটগ্রহণ। মোতায়েন থাকছে প্রায় ৮০০ কোম্পানি বাহিনী। কলকাতায় বুথের ২০০ মিটার ও অন্যত্র ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি হয়েছে।
 
হাওড়ার যে ৯টি আসনে আজ ভোটগ্রহণ- বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব এবং ডোমজুড়। 

আলিপুরদুয়ারের ৫টি আসন হল-কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা ও মাদারিহাট।

কোচবিহারের ৯টি আসন হল- মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি ও তুফানগঞ্জ। 

দক্ষিণ ২৪ পরগনার যে ১১টি আসনে ভোটগ্রহন হচ্ছে-সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজ। 

হুগলির ১০টি আসন হল- উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম এবং চণ্ডীতলা। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*