আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও, ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। তবে কয়েক ঘন্টার মধ্যেই আবারও বৃষ্টিতে ভিজবে রাজ্য। মেঘের চাদরে মোড়া তিলোত্তমার আকাশও। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় খুব বেশি বৃষ্টিপাত না হলেও, ঘণ্টাদুয়েকের মধ্যে বৃষ্টি নামতে পারে হুগলি, বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এদিকে মুর্শিদাবাদ, বীরভূমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর জেরে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলেই জানা গিয়েছে।
পাশাপাশি শুক্রবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৭-১১ মিলি বৃষ্টি হতে পারে দার্জিলিঙের কয়েকটি অঞ্চল সহ জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা।
Be the first to comment