এক সপ্তাহ কাটল না। এর মধ্যেই আবার বসে গেল টালিগঞ্জ-করুণাময়ী ব্রিজের ওই অংশ।
গত শনিবার কেএমডিএ-এর আধিকারিকরা হন্তদন্ত হয়ে ছুটেছিলেন। জরুরি খবর এসেছিল দফতরে। টালিগঞ্জ- করুণাময়ী সেতুর একটি অংশ নাকি বসে গেছে। ঘটনাস্থলে পৌঁছে কেএমডিএ-এর আধিকারিকরা জানিয়ে দিয়েছিলেন এক্সপ্যানশন জয়েন্টের সমস্যার কারণে সেতুর একাংশ বসে গেছে। প্লেট লাগিয়ে মেরামত করা হয়। কিন্তু বৃহস্পতিবার ফের ওই অংশে গলদ দেখা দিল।
এ দিন দুপুরের পর থেকেই বসে যায় ব্রিজের ওই অংশ। স্থানীয় পুলিশকর্মীরা গার্ডওয়াল দিয়ে ঘিরে ফেলেন ওই জায়গাটিকে। নিয়ন্ত্রণ করা হয় টালিগঞ্জ- করুণাময়ী ব্রিজে যান চলাচল।
মাঝেরহাটের সেতু ভেঙে পড়ার পর এই ব্রিজে চাপ বেড়েছে। ফলে এখন যদি আবার এই সেতুতেও কোনও বিপদ হয় বা মেরামতের জন্য গাড়ি চলাচল বন্ধ হয় তাহলে পুজোর মধ্যে ভোগান্তির শেষ থাকবে না দক্ষিণ শহরতলির মানুষের।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজের কাঠামো দূর্বল হয়েছে। আর প্রশাসনের সেদিকে কোনঅ নজর নেই। শুধু পিচের তাপ্পি মেরে কাজ চালাচ্ছে।
Be the first to comment