পারিশ্রমিক দেরি করে পাওয়ার প্রতিবাদে টলিপাড়ায় কাজ বন্ধ করে দিলেন টেলিশিল্পীরা। শনিবার টালিগঞ্জের কোনও স্টুডিওয় কোনও শ্যুটিং হয়নি। আর্টিস্ট ফোরামের তরফে জানিয়ে দেওয়া হয়, কাজ বন্ধ থাকবে। শনিবার সন্ধ্যা সাড়ে আটটা থেকে সমস্যা মেটাতে বৈঠক শুরু হয়েছে।
টালিগঞ্জ স্টুডিও পাড়া সূত্রের খবর, পারিশ্রমিক দেরি করে পাওয়ার বিষয় নিয়ে অনেকদিন ধরেই শিল্পীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছিল। আগস্টের পারিশ্রমিক পেতে পেতে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ হয়ে যাওয়ার কথা। এই নিয়েই আপত্তি আর্টিস্ট ফোরামের। টালিগঞ্জের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে শিল্পী সংগঠনের কথাবার্তা হয়েছে বলে খবর। মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে প্রয়োজকদেরও। বৈঠকে কোনও মীমাংসা সূত্র বেরোয় কি না সেটাই এখন দেখার।
Be the first to comment