১০ জুন থেকে শুটিং শুরু হচ্ছে টলিউডে

Spread the love

দীর্ঘ আড়াই মাস স্তব্ধ থাকার পর অবশেষে সচল হতে চলেছে টলিউড। ১০ জুন থেকে শুটিং শুরু হতে চলেছে টলিউডে। আর ১৫ জুন থেকে শুরু হবে ধারাবাহিকের সম্প্রচার। বৃহস্পতিবার বিকেল চারটের সময় মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে টেকনিশিয়ন স্টুডিয়োতে বৈঠকে বসে আর্টিস্ট ফোরাম, EIMPA, ফেডারেশন এবং প্রোডিউসারস গিল্ড সহ সব সংগঠনগুলি। সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে, শুটিং শুরু হলেও থাকছে একাধিক বিধিনিষেধ। আপাতত ১০ বছরের কম বয়সি শিশু শিল্পীদের নিয়ে শুটিং করা যাবে না। যদিও ৬৫ বছরের বেশি যে সব প্রবীণ অভিনেতা রয়েছেন তাঁদের শুটিংয়ের ক্ষেত্রে কোনও বাধা নেই বলে জানানো হয়েছে।

তবে এখন শুটিংয়ের সময় নজর রাখতে হবে সবার স্বাস্থ্যের দিকেও। ২৫ লাখ টাকার কোভিড ফান্ড তৈরি করা হবে কলাকুশলীদের জন্য। অভিনেতাদের ক্ষেত্রে, যার ৫০ শতাংশ চ্যানেল, ৪০ শতাংশ প্রযোজক এবং বাকি ১০ শতাংশ দেবে আর্টিস্ট ফোরাম। আর টেকনিশিয়নদের ক্ষেত্রে, ৫০ শতাংশ চ্যানেল ও বাকিটা দেবে প্রযোজকরা । যদিও এক্ষেত্রে কাউকে কোনও প্রিমিয়াম দিতে হবে না। তবে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকলে তবেই সেই কর্মী কিংবা আর্টিস্টকে শুটিংয়ের অনুমতি দেওয়া হবে।

এদিনের বৈঠকে আলোচনা হয়েছে কর্মীদের যাতায়াত নিয়েও। এ প্রসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, যেসব টেকনিশিয়ন কাছাকাছি থাকেন, তাঁরা সাইকেলে কিংবা বাইকে চলে আসতে পারবেন। আর যাঁরা অনেকটা দূরে থাকেন তাঁদের জন্য আমরা গাড়ি কিংবা বাসের ব্যবস্থা করছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*