পায়েল খাঁড়া
সেদিন সকাল এসেছিল
লালের ব্যারিকেডে, একমুঠো আনকোরা স্বপ্ন জড়ো করে।
রাজকীয় সংবিধান।
রাজা থেকে প্রজার্থে ক্ষমতা সমর্পন।
আর কি হতে পারে চাহিদা অতিরিক্ত!
বিবিধের গাটছড়ায় আসবে প্রগতির জোয়ার।
আজও জানালার ঘেরাটোপে সকাল দেখি
সকালটা লালে সিক্ত।
ঐক্যের সাঁকো জুড়ে বিভেদের বাদামী মরিচাপাত।
ধর্ম আর রাজনীতির দুমুখো সাপ
ওগরায় হেমলক মায়ের কলজে জুড়ে।
নিউরোনে ঠুসে দেয় তোষনমন্ত্র।
হে বীর যোদ্ধারা
হয়ত স্তম্ভিত তোমরাও স্বাধীনতার এই নীল নকশা দেখে
ভাবছ, এ কোন তন্ত্রের তন্ত্রী হয়েছিল তোমাদের পরমায়ু।
তবু দেখিওনা প্রতিবাদের দুঃসাহস
কৈফিয়ৎগুলো অনুক্তই থাক।
প্রজাতন্ত্র দিয়েছিল বাক-স্বাধীনতা কস্মিনকালে
ইদানীং আমলাতন্ত্র দিচ্ছে হশিয়ারি
‘সসসসসসসস…… থাকো নির্বাক।’
Be the first to comment