তিনিই নায়ক। তিনিই খলনায়ক। তার ভুলেই এগিয়ে গিয়েছিল সুইডেন। শেষ পর্যন্ত টনি ক্রুসই রক্ষা করলেন জার্মানিকে। ৯৫ মিনিটে তার দুর্দান্ত গোলেই দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে ক্রুস বলছেন, এই জয়ে বহু সমালোচকের উপযুক্ত দিয়েছে জার্মানরা। মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর কম সমালোচনা শুনতে হয়নি জোয়াকিম লোর দলকে। দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য সুইডেনের বিপক্ষে জয় ছাড়া আর কোনও বিকল্প ছিল না জার্মানির সামনে। বাঁচা মরার সেই ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে পরিস্থিতি আরও কঠিন হয়ে গিয়েছিল তাদের জন্য। শঙ্কা জেগেছিল ১৯৫৮ সালের পর আবারও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার। জার্মানদের ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছে ভুল করা সেই ক্রুসই। ক্রুসের মতে, জার্মানিকে বাদ দেওয়া এত সহজ না, ‘আমার মনে হয় জার্মানি হারলে বহু মানুষ খুশি হতো, কিন্তু আমরা তো এত সহজে সেটা হতে দিতে পারি না! আমাদের বাতিলের খাতায় ফেলে দেওয়া এত সহজ না।’৩২ মিনিটে যে ভুলটা করেছিলেন, সেটার দায় নিজের ঘারেই নিয়েছেন ক্রুস। ‘সুইডেনের প্রথম গোলটা আমার ভুলেই হয়েছে, এটার দায় নিচ্ছি আমি। যখন আপনি ৪০০ বার বল ছুবেন, তখন কয়েকবার ভুল হতেই পারে। কিন্তু শেষ পর্যন্ত জয়টাই আসল কথা।’
Be the first to comment