অমৃতা ঘোষ:-
মহানগরীতে ফের লাগলো আগুন। তবে এবার তপসিয়াতে। তপসিয়া তে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর গুদামে লাগলো ভয়াবহ আগুন। ঘটনাস্থলে পাঁচটি দমকল পৌঁছায়। প্রায় দীর্ঘ প্রচেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সোমবার সকাল সাতটা নাগাদ এই আগুন লাগে বলে সূত্রের মারফত জানা যায়। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে যে শর্ট-সার্কিট থেকেই এই আগুনটি গুদামে দ্রুত ছড়িয়ে পড়ে। সোমবার সকাল সাতটা নাগাদ তপশিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে আচমকাই এই আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া ঘিরে ধরে এলাকাতে। আশেপাশের স্থানীয় লোকেরা তৎক্ষণাৎ দমকলে খবর দেয় এবং দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। দমকল না পৌঁছানো পর্যন্ত স্থানীয়রাই নিজেদের প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করে যান। কারণ তড়িঘড়ি আগুন না নেভানো হলে আশেপাশের জনবসতিপূর্ণ এলাকাতে আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল ভাবে। তবে বড় কোন বিপদ ঘটেনি এবং কোন মৃত্যুর খবরও মেলেনি। তবে আদৌ কি থেকে লাগলো আগুন এবং যথাযথ অগ্নিনিরাময় ব্যবস্থা ওই গুদামটিতে ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
Be the first to comment