তোর্সায় ভাঙন, তলিয়ে গেলো একাধিক বাড়ি

Spread the love

জল নামতেই কোচবিহারে শুরু হয়েছে তোর্সা নদীর ভাঙন। গত ২৪ ঘণ্টায় কোচবিহার পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কমপক্ষে ১০টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে বলে জানা গিয়েছে। আরও ৩০ থেকে ৩৫টি বাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে তাঁদের আসবাবপত্র নিরাপদ আশ্রয়ে সরাতে শুরু করেছেন। ভিটেহারাদের আপাতত ত্রাণ শিবিরে রাখা হচ্ছে। যথাযথ জায়গা পেয়ে গেলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

কোচবিহার শহরের পাশ দিয়ে বয়ে গেছে তোর্সা নদী। নদীর পাড়ে শতাধিক পরিবারের বসবাস। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে তোর্সা নদীর জল ঢুকে প্লাবিত হয়ে যায় ১৮ নম্বর ওয়ার্ড। নদীর বাঁধে আশ্রয় নেন বহু মানুষ। বৃষ্টি কমায় নামতে শুরু করে জল। এদিকে জল নামতেই দেখা দিয়েছে আরেক বিপত্তি। শুরু হয়েছে নদী ভাঙন। একের পর এক বাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় দিশেহারা নদী তীরবর্তী বাসিন্দারা। ভিটেমাটি হারিয়ে একাধিক পরিবারের ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*