রিপোর্টার- সুভাষ মজুমদার
হুগলীর নানিকুলে বিশাল আকার কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলকায়। বিরল প্রজাতির কচ্ছপ দেখতে ভিড় জমে যায় নালিকুলের চল পাড়া এলকায়।
পাড়ার পাশ দিয়ে বয়ে গেছে কানা নদী। ওই নদীর পাশেই চল পাড়ার সৌমিত্র ঘোষের বাড়ির উঠানে বুধবার রাত ৯টা নাগাদ ঘোরাঘুরি করতে দেখা যায় কচ্ছপটিকে। সৌমিত্র বাবু বিশাল আকার কচ্ছপটিকে ধরে নিয়ে যান পাশের একটি ক্লাবে। খবর দেওয়া হয় এলাকার পশু প্রেমী বিশাল সাঁতরা কে। তিনি ঘটনাস্থলে এসে কচ্ছপটিকে আবার নদীর জলে ছেড়ে দেন। তিনি বলেন এটি কেরাপেস প্রজাতির কচ্ছপ, ওজন হবে প্রায় দশ কেজির মতো। এরা প্রায় আশি বছর বাঁচে। সাধারণত এখানে এই ধরনের বিশাল আকার কচ্ছপ দেখা যায় না। কোনো কারণে এখনে চলে এসেছে।
Be the first to comment